
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : জেলার রূপগঞ্জে পানিতে ডুবে বাবুনী ও সুইটি নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকার এএসবি ব্রিক ফিল্ড নামে একটি ইট ভাটার পুকুরে এই ঘটনা ঘটে।
বাবুনী কিশোরগঞ্জ জেলার গোলাকান্দাইল এলাকার সেন্টু মিয়ার মেয়ে। আর সুইটি আক্তার সেন্টু মিয়ার ছোট ভাই ছোটন মিয়ার মেয়ে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, গোলাকান্দাইল এলাকার এএসবি ব্রিক ফিল্ড নামে একটি ইট ভাটার পুকুর থেকে ভাসমান অবস্থায় প্রথমে বাবুনীর লাশ উদ্ধার করা হয়। পরে বাবুনীর চাচাতো বোন সুইটিকে কোথাও খুঁজে না পেয়ে স্থানীয় লোকজন ওই পুকুরে খোঁজাখুঁজি পর সুইটিরও লাশও উদ্ধার করে। বাবুনী ও সুইটির বাবা ওই ব্রিক ফিল্ডে শ্রমিক হিসেবে কাজ করে।