রূপগঞ্জে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান: অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ১

এস.এম.নাহিদ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় গভীর রাতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে রবিন মিয়া (৩৪) নামের এক কুখ্যাত অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

অভিযান চলাকালে রবিন মিয়ার হেফাজতে থাকা ১টি বিদেশি পিস্তল, ১টি রিভলভার, ১টি দোনলা বন্দুক, ১টি ডামি পিস্তল, ২ রাউন্ড পিস্তলের গুলি, ২২২ গ্রাম হেরোইন, ১৫৩ পিস ইয়াবা এবং বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

সোমবার (৩রা নভেম্বর) সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।পাশাপাশি জনগণকে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সরাসরি জানাতে আহ্বান জানানো হয়েছে।