
নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের শুরা সদস্য ও ঢাকা মহানগর পশ্চিমের দাওয়াতি আমির ইমরান আহমেদকে আটক করেছে র্যাব।
রোববার সকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া জানান, এ সময় ইমরানের আরেক সহযোগীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে র্যাবের মিডিয়া সেন্টারে বেলা ১১টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান মিজানুর রহমান।