রূপসায় আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সরদার হারুনার রশিদের স্মরণ সভা

এম এম সি মেহেদী হাসান: খুলনার রূপসা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক প্রয়াত আওয়ামীলীগ নেতা শহীদ সরদার হারুনার রশিদের ১৭ তম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষ্যে স্মরণ সভা, দোয়া ও মোনাজাত ২৩ ফেব্রুয়ারী সকাল ১০ টায় নন্দনপুর গ্রামে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এ স্মরণ সভায় সভাপতিত্ব করেন শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার। প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা পরিষদ সদস্য, এমপি পুত্র এস এম খালেদীন রশিদী সুকর্ণ। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা কৃষকলীগের সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, কেন্দ্রিয় আওয়ামীলীগের উপ কমিটির সহ সম্পাদক অসিত বরণ বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মালিক সরোয়ার উদ্দিন। ছাত্রনেতা নাজিম মোড়লের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, সহ সভাপতি অধ্যাপক ফ ম আ: সালাম, আইয়ুব মল্লিক বাবু, যুগ্ম সাঃ সম্পাদক ইমদাদুল ইসলাম, সরদার ফেরদৌস আহম্মেদ, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোতালেব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার লিপি, জেলা যুবলীগ নেতা এবিএম কামরুজ্জামান, জেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক অধ্যাপক আল মামুন সরকার, আওয়ামীলীগ নেতা হারুন উল ইসলাম, সরদার মিজানুর রহমান, শেখ সাইদুর রহমান, দেলোয়ার হোসেন দিলু, হারুনার রশিদ, রিনা পারভীন, হিরন আহম্মেদ হিরু, আবু আহাদ মো: হাফিজ বাবু, কামরুল ইসলাম সরদার, রাজিব দাস টাল্টু, হামীম কবীর রুবেল, খান জাহিদ হাসান, শামীম হাসান লিটন, মল্লিক শাহনেওয়াজ কবীর টিংকু, কামাল হোসেন লেলিন, সরদার জসিম উদ্দিন, রেখা পারভীন, রোকেয়া বেগম, সামসুল হক লালা, আমিনুল ইসলাম সাগর, ফরহাদ হোসেন, জিএম রাসেল, শাকিবুল ইসলাম, নোমান সৈকত, নাহিদ গাজী, আলামিন, শিমুল দেবনাথ, রিয়াজুল ইসলাম, তানভীর, মেহেদী, রিকি, সোহেল রানা, হৃদয়, রানা প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাও: ইলিয়াজ হোসেন। এর পূর্বে সকাল ৮ টায় সংসদ সদস্য তালুকদার আ: খালেক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আকবর শেখ, খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুর রহমান পলাশ প্রয়াত সরদার হারুনার রশিদের বাড়ীতে আসেন এবং মরহুমের কবরে পুস্প স্তবক অর্পন করেন। বিকালে খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, সাবেক সংসদ সদস্য মোল্লা জালাল উদ্দিন এবং খুলনা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাঃ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী প্রয়াত এ আওয়ামীলীগ নেতার বাস ভবনে আসেন এবং কবরে পুস্পস্তবক অর্পন করেন।