খুলনা প্রতিবেদক : দুদিন পেরিয়ে গেলেও ডুবে যাওয়া কার্গো ‘এম ভি টুঙ্গিপাড়া’ উদ্ধারে কোনো তৎপরতা শুরু হয়নি।
গত বুধবার বিকেলে খুলনার রূপসা নদীতে কার্গোটি ডুবে যায়।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কার্গোটি উদ্ধারে কোনো পক্ষই এগিয়ে আসেনি।
প্রায় ৮০০ মেট্টিক টন ক্লিংকার নিয়ে তলা ফেটে কার্গোটি রূপসা নদীতে ডুবে যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মংলার হাড়বাড়িয়া এলাকায় অবস্থানরত একটি জাহাজ থেকে সিমেন্ট তৈরীর কাঁচামাল ক্লিংকার নিয়ে কার্গোটি খুলনার লবণচরাস্থ সুনসিং সিমেন্ট ফ্যাক্টরির উদ্দেশে রওনা হয়। সিমেন্ট ফ্যাক্টরির কাছাকাছি রূপসা নদীতে এসে তলা ফেটে কার্গোটি তলিয়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ পরিবহন মালিক গ্রুপের মহাসচিব অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম জানান, এ ধরনের জাহাজ ডুবলে উদ্ধার কাজ শুরু করতে দুই-চারদিন সময় লাগে। তবে জাহাজটি উদ্ধারের জন্য মালিক পক্ষ সার্বিক প্রস্তুতি নিয়েছে। জাহাজ ডুবির স্থানে চিহ্ন দেওয়া হয়েছে। যাতে সেখান দিয়ে কোনো নৌযান চলাচল না করে।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় কার্গোর মাস্টার আমিনুল ইসলাম রূপসা থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন।