আন্তর্জাতিক ডেস্ক :
প্রশান্ত মহাসাগর একাকী পাড়ি দিয়ে বিশ্ব রেকর্ড গড়ার উদ্দেশে বের হওয়া চীনা নাবিক গুউ চুয়ান নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার চুয়ানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় তার সাহায্যকারী দলের।
চুয়ানকে না পাওয়া গেলেও হাওয়াইয়ের জলরাশিতে তার নৌকাটি শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড তাকে খুঁজে পাওয়ার আশায় সেখানে অনুসন্ধান শুরু করেছে।
বিবিসি অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
চুয়ানই চীনের প্রথম নাবিক, যিনি একাকী প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে রেকর্ড গড়তে উদ্যোগী হন। ১৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে যাত্রা শুরু করেন তিনি। মাত্র ২০ দিনে তিনি চীনের সাংহাইয়ে পৌঁছাতে চেয়েছিলেন। যাত্রা সফল হলে ইতিহাস হতেন চুয়ান।
সাহায্যকারী দলের সঙ্গে চুয়ানের যোগাযোগ বিচ্ছিন্ন হলে তার খোঁজে উদ্ধারকারী বিমান পাঠানো হয়। হাওয়াইয়ের ওয়াহু দ্বীপ থেকে প্রায় ৯৬৬ কিলোমিটার দূরে নিখোঁজ হন চুয়ান।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, কিংডাও চায়না নামে চুয়ানের নৌকাটি শনাক্ত করা হয়েছে। তবে চুয়ানকে নৌকায় দেখা যায়নি।