রেকর্ড গড়লেন কেন উইলিয়ামসন

ক্রীড়া ডেস্ক : দারুণ এক রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

নিউজিল্যান্ডের হয়ে ওয়ানডেতে দ্রুততম ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করার রেকর্ড গড়েছেন ২৬ বছর বয়সি ব্যাটসম্যান।

সোমবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩৬ বলে ৩১ করার পথে ৪০০০ রান স্পর্শ করেছেন উইলিয়ামসন। তিনি মাইলফলকে পৌঁছেছেন ৯৬ ইনিংসে।

এর আগে মার্টিন গাপটিল ৪ হাজার রান করেছিলেন ১১২ ইনিংসে। উইলিয়ামসন গাপটিলের রেকর্ডটা ভেঙে দিলেন।

সব মিলিয়ে পঞ্চম দ্রুততম উইলিয়ামসন। ৮১ ইনিংসে ৪ হাজার রান করে বিশ্ব রেকর্ডটা দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার। ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডসের লেগেছিল ৮৮ ইনিংস, বিরাট কোহলির ৯৩ ইনিংস, আর উইলিয়ামসনের সমান ৯৬ ইনিংস লেগেছিল গর্ডন গ্রিনিজের।