ক্রীড়া ডেস্ক : রেকর্ড বুকে নাম লেখালেন জসপ্রিত বুমরাহ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড এখন ভারতীয় এই পেসারের।
এত দিন রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ান পেসার ডার্ক ন্যানেসের দখলে। বাঁহাতি এই পেসার ২০১০ সালে ১৪ ম্যাচে নিয়েছিলেন ২৭ উইকেট।
পরশু ফ্লোরিডার লডারহিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২ উইকেট নিয়ে ন্যানেসকে ছাড়িয়ে যান বুমরাহ।
গত জানুয়ারিতে টি-টোয়েন্টি অভিষেক হওয়া বুমরাহর এ বছর ২১ ম্যাচে উইকেটসংখ্যা দাঁড়িয়েছে ২৮টি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই ম্যাচে ২ উইকেট নিয়ে ঘরোয়া ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি মিলিয়ে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।