ক্রীড়া ডেস্ক : লা লিগায় চলতি মৌসুমে ৩৫ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান পয়েন্টে গোল ও ম্যাচ ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। তবে সেল্টা ভিগোর বিপক্ষে পরিত্যক্ত হওয়ায় ম্যাচটাই আশা ও শক্তি যোগান দিচ্ছে রিয়ালকে। এক ম্যাচ কম খেলা রিয়াল বার্সাকে টপকে যাওয়ার অপেক্ষায় রয়েছে দলটি।
স্প্যানিশ লা লিগায় রেকর্ড সর্বোচ্চ ৩২বার শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। কিন্তু শেষ চার মৌসুমে লিগ শিরোপা জয়ের স্বাদ পায়নি ইউরোপের অন্যতম সফল এ ক্লাবটি। এবারও তাদের শিরোপা জয়ের পথে বাঁধা হয়ে দাড়িয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা। তবে রিয়াল খেলোয়াড়দের বিশ্বাস এবার লিগ শিরোপা জিতবে তারা।
লা লিগায় সবশেষ ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২-১ ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তবে লিগের শেষ চারটি ম্যাচ নিয়ে আশাবাদী রয়েছে লস ব্লাঙ্কোসরা। আগামী শনিবার অবনমনে চলে যাওয়া গ্রানাডার বিপক্ষে খেলতে যাবে জিনেদিন জিদানের দল। এরপর সান্তিয়াগো বার্নাব্যুতে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা সেভিয়াকে আমন্ত্রন জানাবে রিয়াল । জর্জ সাম্পাওলির প্রশিক্ষিত দলটি রিয়াল মাদ্রিদের জন্য বড় হুমকি হয়ে দাড়াতে পারে। ওই ম্যাচে পা পিছলালে শিরোপা স্বপ্ন শেষ হয়ে যেতে পারে তাদের।