
“রেখেছ বাঙ্গালী করে মানুষ করনি”
মোক্তার হোসেন সরকার
৩ রা জুলাইঃনবাব সিরাজুদ্দৌলাকে হত্যা স্মরনে
গোলাম হোসেন!
নকীবকে বল সভা ডাকতে।আর অন্দরে বাহিরে সকলকে জানিয়ে দাও কেউ যেন একচুলও বিরক্ত না করে আমাকে।
বাংলার স্বাধীন নবাব সিরাজুূ্দ্দৌলার হাতে স ময় নেই! কেননা বাংলার ভাগ্যাকাশে আজ ঘনকালো মেঘ।বেঈমান মীরজাফর আলী খাঁ হবে বাংলার পুতুল নবাব।ইংরেজদের স্বার্থ রক্ষা করে আমীর চাঁদ রায় দুর্লভ জগৎশেঠরা লুটে পুটে খাবে বাঙ্গালীর মুখের গ্রাস! এ হতে পারেনা, তা’ হতে দেবনা! এ আমি কি বলছি- কাকে বলছি!
ঠিক ই বলেছেন জ্বনাব পলাশী, রাক্ষসী পলাশী!
গোলাম হোসেন! তোমাদের মত আমিও তো বাংলাকে ভাল বেসেছি।—–ভাষ্কর পন্ডিতের রোষানলে পড়ে তোমাদের সন্তানেরা যাতে সর্ব হারা না হয়, বিশ্বাস কর ভাইসব তার ই জন্য, শুধু তার ই জন্য যৌবনের দুর্নিবার আকর্ষণকে উপেক্ষা করে বাংলা বিহার উরিষ্যার পথে প্রান্তরে সমর ক্ষেত্রে উল্কার মত ছুটে বেরিয়েছি।
হাজার হাজার সৈন্য কাঠের পুতুলের মত দাঁড়িয়ে রইলো আর পলাশীর প্রান্তরে পেছন থেকে পরাজয় এসে গ্রাস করলো!
এই পরাজয় আমি
মানিনা।ডাকো সভা বিচার করব বিশ্বাসঘাতক মীরজাফর ঊঁমিচাঁদ রায় দূর্লভ জগৎশেঠের। কঠোর হস্তে শাস্তি দেব তাদের।
কিন্তু আমরাতো বন্দী জাঁহাপনা!
আমাকে আর আলেয়াকে আগেই বন্দী করা হয়েছিল, আলেয়া অত্যাচারে অজ্ঞান প্রায়, তার পর আপনি সাথী হলেন আমাদের! চিরদিন ইতো তোমাদের সাথেই ছিলেম গোলাম হোসেন!
ভুলে যাই গোলাম হোসেন আমি এখন ওদের বন্দী!
এখন রাত কত গোলাম হোসেন।
প্রহরী হাঁকছে জ্বনাব, কারাগারে কোন আলাপ করা নিষেধ!
সঠিক জানিনা তবে ,একটু আগে দূর্গশীর্ষে তুর্যধ্বনী হলো।মনে হয় দ্বিপ্রহর অতীত।
জাঁহা প না, আপনি এখানে!
কে আলেয়া! হ্যাঁ আলেয়া, মীরজাফরদের বন্দীশালায় বাংলার নবাব!বাংলা বিহার উরিষ্যার স্বাধীন নবাব সিরাজুদ্দৌলা পরাজিত হয়ে বন্দীশালায়।
আচ্ছা আমি কি বাংলাকে ভালোবাসিনি আলেয়া! বাংলার -বাঙ্গালীর এতটুকু কষ্টের কথা ভাবতে ভাবতে কত বিনিদ্র রজনী কাটিয়েছি,অর্ধভুক্ত হয়েও ছদ্মাবরনে ছুটে বেরিয়েছি বাংলার পথঘাটে।
ওসব ভেবে আর কি হবে জাঁহাপনা!বেগম সাহেবা কোথায় জ্বনাব!
জানিনা আলেয়া।বাংলার নবাব তার স্ত্রী কন্যার ক্ষুন্নিবৃত্তির জন্য ভগবান গোলায় ফকিরের দরবারে মাটির সান্কি হাতে দাঁড়িয়ে ছিল।এমন সময় মীর কাশেম ক্লাইভকে খুশি করার জন্য তার সহচর নিয়ে আমাকে বন্দী করলে, আর কেউ কিছু বোঝার আগেই আমাকে এনে কারাগারে নিক্ষেপ করলে।আমার বুকের ধন জোহরাকেও একটিবার চেয়ে দেখতেও দেয়নি।বেগমকেও হয়তো কোন জেনানা কক্ষেবন্দী করেই রাখা হয়েছে।
আচ্ছা আলেয়া তুমি কি কাউকে ভাল বেসেছিলে?
রাত পোহালে যার মৃত্যুদন্ড কার্যকর হবে-তার ভালোবাসাবাসির প্রশ্ন কি থাকে জ্বনাব!
তবুও আপনাকে উপেক্ষা করা সম্ভব নয়,তাই বলছিঃপুরন্দর! গোলাম হো-সেন – এখানে রয়েছি জনাব। আলেয়াকে তুমি কি ভালবেসেছিলে! জ্বনা-ব!
আমাকে কোনদিনও তা’জানতে দাওনি কে– ন!
গোলাম আর বাঁদীর ভালবাসার মূল্য কে ইবা দেয় জাঁহাপনা! আপনার বাঙ্গালীর আশা আকাঙ্খার বাস্তবায়নের চেষ্টা করতেই জীবনের বেশিরভাগ সময়ইতো কেটে গেল,তবুও কূল হলোনা,কি হবে সে সব বলে!
ভালবাসার উর্ধে কিছু নেই গোলাম হোসেন!এই দেখনা আমি, আমি বাংলাকে ভালবেসেছি বলেই তো আজও তোমাদের দুঃখের সাথীই রয়ে গেছি।
না জনাব না! এভাবে আর বলবেন না!
রাত পোহাবার কত দেরী বান্দা! আবারও তোমায় বান্দা বলে ডেকে কষ্ট দিলাম! যে ক’ টা মূহুর্ত বেঁচে আছি বান্দা বলেই ডাকবেন জাঁহাপনা! নামাজ পড়ব।এখানে কি আজানের ধ্বনী শোনা যায়? যায় জ্বনাব।তবে ওজুর পানির সংকট।কারন যা আছে তা পবিত্র বলে মনে হয়না জ্বনাব!
আচ্ছা ওজু না করে নামাজ পড়া যায়না গোলাম হোসেন?
অতটা জানিনা জ্বনাব। তবে হাত পা-যার বাঁধা তার হৃদয় কখনও অপবিত্র থাকতে পারেনা। গো- লা- ম হোসেন! তোমরা কি জাননা সিরাজ যদি তাজা ঘাসের বুকেও পা রাখত, তবে সেই ঘাসও পুড়ে ছাই হয়ে যেত!
যারা দেখেছে তারাই জানে জ্ব নাব!আমি জানিনা। আমি তাও জানি গোলাম হোসেন! জাঁহাপনাকে একটু বিশ্রাম দাও পূরন্দর! বিশ্রাম তো জীবনে কতই নিয়েছি।ইচ্ছে করলে সবার অন্যায় আব্দার মেনে সুখের সাগরে ভাসতেও পারতাম- ডুবতেও পারতাম। তা যখন করিনি তখন আর বিশ্রামের কথাবলে কি হবে আলেয়া! জাঁহাপনা ওরা আসছে।
(করকরকর শব্দে খুলল কারার কপাট)।কোথায় নিয়ে যাচ্ছ আলেয়া গোলাম হোসেনকে?
জাহান্নামে!
বিদায় জাঁহাপনা বিদায়! ওদের কোথায় নিয়ে গেল,কেন নিয়ে গেল।ওদের দ্বারা ইতো পাত্র- মিত্র- সভাসদ ডাকব।নকীব আমার নাম হাকবে—– পলাশীর যুদ্ধ্যে হেরে যাওয়া পলাতক প্রাক্তন নবাব সিরাজুদ্দৌলার বন্দী বাহাদুর!! ছুরি হাতে তুমি মুহম্মদ বেগ! হ্যাঁ আমি।
আ- আ -আ— তোমরা আমায় বাঁচতেও দিলে না! ভাল থাক ভাইসব, সবাই ভাল থাক। বাংলায় শান্তি ফিরে আসুক! প্রিয় পাঠক, হয়তোবা সিরাজুদ্দৌলা নাটকের বদৌলতে সব বাঙ্গালীরা জানে এই মর্মন্তুদ কাহিনী! চেনে মীরজাফর আলীকে।গালি দেয় মীরজাফর বলে।সে পুরোনো কথা।কিন্তু সন্দেহ জাগে আজকালের ছেলেমেয়েরা হয়তোবা এত সব জানেনা।কারন আজকালের পঠন পাঠনে এসেছে আমুল পরিবর্তণ! চারটি করে প্রশ্নোত্তরে একটি মাত্র চিহ্ন সঠিকটিক দিলেই বাচ। থাক এসব।পলাশী রাক্ষুসির রক্তক্ষুধা বুঝি কোনদিনই মিটবে না! তাই তো হিসেব করতে না পারলেও সেই মোহনলাল মীরমদনসহ থেকে প্রীতিলতা সেন, মাঝখানের জানা অজানা কত বীরের আত্মত্যাগের ফলে ১৪ ও ১৫ আগষ্ট মিলল দ্বিখন্ডিত ভারতবর্ষের হাস্যষ্কর স্বাধীনতা পাকিস্তান ও ভারত!যাঁরা জীবন দিলেন তাঁদের একটা স্মৃতিফলকও নেই আজ।
সেই স্বাধীনতার উষ্ম জরিপ করতে দু-দেশের জরিপ কারীরা শিকল-চেন খাতা কলম নিয়ে সোল্লাসে নামল সীমানা নির্ধারনে।জরিপে কারও রান্নাঘর ভারতে তো গোয়াল ঘর রইলো পাকিস্তানে। ঠাকুর ঘর পাকিস্তানে তো ওয়াক্তিয়া মসজিদ রইল ভারতে। আজও এমন বাড়িঘরেরও অস্তিস্ত রয়েছে যে বাড়ির বাসিন্দারা ভারত- বাংলাদেশ দু’ দেশেরই নাগরিক! যা পৃথিবীর অন্যকোথাও আছে কিনা আমার জানা নেই। ভাগ তো হলো।তবে তুই আর এদেশে কেন? চলে যা পাকিস্তান।তুইবা থাকবি কেন পাকিস্তানে! চলে যা ভারতে।কি বিষ্ময়কর দুটি রাষ্ট্রের জন্ম! জমি ভাগাভাগিই নয়। যে মহাত্মারা দেশ ভাগ করলেন সেই অহিংস নীতির ধারক- বাহকদের সামনেই শুরু হলো দাঙ্গা।মানুষ হত্যা! যেন কত পুণ্যবান হবে একে অপরকে মারলে।শুধু তাই নয়,নারীত্বের ঘটেছিল কত অপমান!যা নাইবা বল্লাম! আরও কি থাকা যায়! সাত পুরুষের ভিটে মাটি ছেড়ে মানুষ শুন্যহাতে দু’দিকথেকে ছুটল ভারত পাকিস্তানের দিকে।জীবন বাঁচাতে।
তার পরে সেই ( পবিত্র!) পাকিস্তানে ভাষা আন্দোলন- গন অভ্যুথ্যান- মহান মুক্তিযুদ্ধ, আসম রব, জেনারেল জিয়া এবং জাতির জনকের স্ব- পরিবারে হত্যার মত লজ্যাষ্কর ঘটনাতে আটকে তো থাকেনি। জাতীয় চার নেতা এমনকি দেশনেত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য গ্রেনেড বিষ্ফোরনের কথা অনেক যুবা- কিশোর না জানলেও,এটা অনেকেই ঠোটস্হ করেছেন যে, একদিন গভীর রাতে একজন মেজর সাহেব একটা লো ফ্রিকোয়েন্সির বেতার কেন্দ্রে বসে মাইক্রোফোনে বল্লেন ঃচলো আমরা পাকিস্তান ভেঙ্গে স্বাধীন বাংলাদেশ বানাই।আর অমনি হুর মুর করে সবাই ছুটল রনাঙ্গনে! হলো স্বাধীন।আর তিনি হলেন সেই রাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট!এ-ও বিশ্বাস করেন লোকে।হায় পরিতাপ! সাধেতো আর কবি গুরু বলেননি ” সাত কোটী সন্তানেরে হে বঙ্গ জননী-
রেখেছ বাঙ্গালীকরে মানুষ করনি”!
জয় বাংলা!
লেখকঃ মফঃস্বল সাংবাদিক