
সংসদ প্রতিবেদক : রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, ‘রেললাইনে স্লিপারের আঁকাবাঁকা হওয়া রোধ করতে বাঁশের ব্যবহার কোনোভাবেই বিপজ্জনক নয়।’
সোমবার জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে এ কে এম মাঈদুল ইসলামের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে এ কথা বলেন রেলমন্ত্রী।
মুজিবুল হক জানান, ‘মূল অবকাঠামোতে কখনোই বাঁশ ব্যবহার করা হয় না। ট্রেন চলাচলের ফলে কোনো কোনো স্লিপার আঁকাবাঁকা (আউট অফ স্কয়ার) হয়ে যায়। এটা রোধ করতে রেল কর্মচারীরা হয়তো বাঁশ ব্যবহার করেছেন। তা কোনোভাবেই বিপজ্জনক নয়। এসব বাঁশ কোনো ভার বহন করে না।’
জাহান আরা বেগম সুরমার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশ রেলওয়েকে আধুনিক ও যুগোপযোগী গণপরিবহন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিকল্পনা কমিশনের ট্রান্সপোর্ট সেক্টর কো-অর্ডিনেশন উইংয়ের সহায়তায় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক রেলওয়ে মাস্টার প্ল্যান করা হয়েছে। ২০ বছর মেয়াদী (২০১০-২০৩০) এই মহাপরিকল্পনা চারটি পর্যায়ে বাস্তবায়নে ২ লাখ ৩৩ হাজার ৯৪৪ কোটি টাকার ২৩৫টি প্রকল্প অন্তর্ভুক্ত আছে। বর্তমানে মহাপরিকল্পনা হালনাগাদ করার কার্যক্রম চলছে।