‘রোগীর আস্থা অর্জনে মানবিকতার মানদণ্ড অনুসরণ করা অপরিহার্য’

ডিগ্রি ও দক্ষতার পাশাপাশি চিকিৎসা পেশায় সাফল্যের সঙ্গে মানবিকতা ও মূল্যবোধের বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত বলে মনে করেন ইবনে সিনা ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস পিএলসির ডিরেক্টর অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান। তাই ভালো চিকিৎসক হওয়ার আগে ভালো মানুষ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, মূল্যবোধহীন জ্ঞান সমাজকে বিপর্যয়ের দিকে ঠেলে দেয়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিভিন্ন মেডিকেলে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের নিয়ে রেটিনা গ্র্যান্ড সেলিব্রেশন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা যারা চিকিৎসা পেশায় প্রবেশ করেছো, তোমাদেরকে অবশ্যই ভালো মানুষ হতে হবে, মানবিক হতে হবে। কেন ডাক্তার হতে চাও, প্রশ্ন করলে বলা হয়—আমরা মানুষের সেবা করতে চাই। কিন্তু মূলত সবাই মানুষের সেবা করতে চায় না, করে না। আমি আশা করি, তোমরা সবাই ভালো ডাক্তার হবে, বিশেষজ্ঞ চিকিৎসক হবে। কিন্তু মানুষকে সেবা করতে হবে।

তিনি আরও বলেন, সব কাজেই অনেক ভালো করা সম্ভব, যদি তার উদ্দেশ্য হয় আল্লাহর সন্তুষ্টি অর্জন। তাহলে ভালো মানুষ ও ভালো ডাক্তার হওয়া সম্ভব। ডাক্তারি করবো, পয়সা উপার্জন করবো, অনেক কিছু করবো—সব করা সম্ভব, কিন্তু মানুষকে ভালোবাসবো, রোগীকে ভালোবাসবো। রোগী ভাই হতে পারে, মা হতে পারে, বন্ধু হতে পারে, বোন হতে পারে—একইভাবে দেখতে হবে।

ড. চৌধুরী মাহমুদ হাসান বলেন, চিকিৎসকদের কাছে সাধারণ মানুষ অনেক মানবিক আচরণ আশা করে। তোমরা মানবিকতার মানদণ্ড মেনে চলবে। এ ক্ষেত্রে যদি রাসূলকে (স.) আইন হিসেবে গ্রহণ করা যায়, কুরআনের মূল্যবোধগুলো ধারণ করা যায়।

তিনি বলেন, অনেক জায়গায় শুনেছি, নলেজ ইজ পাওয়ার। আমি মনে করি, জ্ঞান শক্তি নয়। মূল্যবোধহীন জ্ঞান বিপর্যয়ের কারণ। পুরো পৃথিবীতে যুদ্ধ, ধ্বংস, নির্যাতন, মানুষের ওপর মানুষের অত্যাচার ও অবিচার, অভুক্ত মানুষ, অর্ধভুক্ত মানুষ। সমস্ত পৃথিবীতে ইনসাফ নেই। এর কারণ জ্ঞানের অভাব নয়, মূল্যবোধের অভাব। এই মূল্যবোধ কুরআন দিয়ে রাসূল (স.) এগুলো প্রতিষ্ঠিত করে দেখিয়েছেন। আসো, সেই মূল্যবোধ অনুসরণ করে আমরা ভালো মানুষ হই; ভালো ডাক্তার হই, সমাজটাকে কিছু দিই। এ দেশটা গড়ে তোলার জন্য তোমাদের একটা বিরাট ভূমিকা রয়েছে। তোমরা পুরো দেশের সবচেয়ে মেধাবী ছাত্র। তোমরা যদি ভালো হও, সৎ হও, যোগ্য হও, তাহলে তোমরা বিশ্বকে বদলাতে পারবে। তুমি অত্যন্ত মানবিক একজন ডাক্তার হও, তোমার সামনে এসে রোগী তোমাকে দেখে শ্রদ্ধায় ভালোবাসায় নত হতে পারে। তোমাকে দেখে, তোমার কথা শুনে, তোমার চিকিৎসা নিয়ে তোমার জন্য দোয়া করতে পারে—তার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হও।

অধ্যাপক মাহমুদ হাসান বলেছেন, আমি যেদিন থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছি, যে দিন থেকে গবেষণায় হাত দিয়েছি, সেই ১৯৭৫ থেকে। তখন থেকেই একটি ব্রত ও লক্ষ্য নিয়ে আমার গবেষণা চালিয়েছি। বিদেশে যে কাজগুলো করেছি, সব সময় মনে রেখেছি আমি একজন মুসলিম সায়েন্টিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি যখন পিএইচডি করে আসলাম, তখন আমি একটা অনুষ্ঠানে বলেছিলাম যে, আমার পিএইচডিটা ইসলামের জন্য উৎসর্গ করেছি। আমি মনে করি, আমার সমস্ত কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। এটা আমার জীবনের সবচেয়ে বড় আকাঙক্ষা। এই এতো বছর সময় পার করে, এতো দীর্ঘ পরিক্রমা অতিক্রম করে, সারে তিনশ’ পাবলিকেশন হয়েছে আমার। সব অর্জন আমি চেষ্টা করেছি, যেন মুসলিম বিজ্ঞানী হিসেবে সমস্ত পৃথিবীর মুসলিমদেরকে অনুপ্রাণিত করতে পারে। এটা আমার একটা ইচ্ছা, আকাঙক্ষা ছিল। এটা এখনো আমি ধারণ করি।

তিনি বলেন, তোমরা আজকে যারা মেডিকেলে সুযোগ পেয়েছো, দেশের সবচেয়ে ভালো পেশা হচ্ছে মেডিকেল পেশা। আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্মেসি অনুষদের ডিন ছিলাম, সেই সুবাদে ডাক্তারদের সঙ্গে আমার অনেক বেশি উঠা-বসা। অনেক ডাক্তারের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক। আর পরিবারের অনেক সদস্যই ডাক্তার। তো আমি সব জায়গায়ই বলার চেষ্টা করেছি। রেটিনার অনেক প্রোগ্রামে এসেছি। কঠিন সময়ে এসেছি, সুদিনেও এসেছি। আমি মনে করেছি, সত্যের সাহসী উচ্চারণই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সত্যকে প্রতিষ্ঠা করাই হচ্ছে আমার সবচেয়ে বড় দায়িত্ব।

শান্তির জন্য ইনসাফ প্রতিষ্ঠা করা জরুরি উল্লেখ করে তিনি বলেন, আমরা শহীদ ওসমান হাদির কথা শুনেছি। তিনি ইনসাফের কথা বলেছেন। আমরা যদি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠান করতে চাই, যে শান্তি আমরা সবাই চাই, সেই শান্তি আজ কোথাও নেই। আমরা শান্তি অন্বেষণ করি। এই শান্তি তখনই প্রতিষ্ঠা করা সম্ভব, যখন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। ইনসাফ ছাড়া শান্তি আসবে না। এই ইনসাফ প্রতিষ্ঠা করার জন্যই, শান্তির জন্যই, আল্লাহ যখন আদমকে (আ.) তৈরি করেছেন, তাকে নবুওয়াত দান করেছেন। নবীদের যাত্রা শুরু হয় আদম (আ.)-কে দিয়ে। সব শেষে মুহাম্মদ (স.)-কে দিয়ে শেষ হয়েছে। তিনি সততার সর্বোচ্চ নমুনা দেখিয়ে দিয়ে গেছেন। তার মতো উন্নত চরিত্রের কোনো মানুষ পৃথিবীতে হয়নি। এ বিষয়ে মুসলিম নন-মুসলিম সবাই স্বীকৃতি দিয়েছে। অতএব আল্লাহ আমাদের কাছে ওহির মাধ্যমে ম্যাসেজ পাঠিয়েছেন কেন এই প্রশ্নটা আমি একটু তোমাদের কাছে বলতে চাই। এখানে সবাই মেধাবী ছাত্র। তিনি কেন নবী পাঠিয়েছেন। এজন্যই পাঠিয়েছেন যে, আল্লাহ তা’লা মানুষকে যে স্বাধীনতা দান করেছেন, মস্তিষ্ক দিয়ে চিন্তা করতে পারে। পৃথিবীতে একমাত্র মানব মস্তিষ্ক চিন্তা করতে পারে। অনেক প্রাণীর মস্তিষ্ক আছে, কিন্তু চিন্তা করতে পারে না। এর ভেতর দিয়েই মানুষের শ্রেষ্ঠত্ব। এ কারণেই আল্লাহ তা’লা মানুষকে আশরাফুল মাখলুকাত করেছেন। এই চিন্তার কল্যাণেই মানুষ উদ্ভাবন করতে পারে। এর মাধ্যমে মানুষ তাদের শ্রেষ্ঠত্ব উপস্থাপন করেছে। চিন্তা ও উদ্ভাবনী ক্ষমতা না থাকলে মানুষের দৈহিক যে অবকাঠামো তা দিয়ে সে পৃথিবীতে টিকে থাকতে পারতো না। অনেক শক্তিশালী প্রাণী পৃথিবীতে রয়েছে। অনেক হিংস্র ও দ্রুত গতির প্রাণী রয়েছে। একটা ছোট কোভিডে পাঁচ লাখ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কত শক্তিশালী ছিল। কিন্তু এর চেয়ে শক্তিশালী মানুষ। এর ভেতর দিয়েই মানুষ নিজেকে প্রতিষ্ঠিত করেছে, টিকে থেকেছে, প্রকৃতির ওপর মানুষের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয়েছে। এই শ্রেষ্ঠত্বের রহস্য লুকিয়ে আছে মানুষের চিন্তার শক্তি মধ্যে।

ইবনে সিনা ট্রাস্টের ভাইস চেয়ারম্যান বলেন, মানব মস্তিষ্কের অসাধারণ ক্ষমতা যেহেতু আল্লাহ তা’লা দিয়েছেন, এটা নিয়ন্ত্রণ করার জন্যই মূল্যবোধের প্রয়োজন।

এ সময় সবাইকে কুরআন পড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখানে মূল্যবোধের কথা রয়েছে। সকল কিছুর নির্দেশনা আছে। কীভাবে নিজেকে পরিচালিত করতে হবে, সমাজ পরিচালিত হবে, রাষ্ট্র পরিচালিত হবে, বিশ্ব পরিচালিত হবে। সব সমস্যার সমাধান সম্ভব, যদি ইসলামি মূল্যবোধ কাজে লাগানো যায়। আর কুরআন বুঝতে হলে অবশ্যই রাসূলুল্লাহ (স.)-এর জীবনী জানতে হবে। এটা অনুসরণ করতে হবে। তিনি সব রকমের কষ্ট স্বীকার করেছেন। এর মাধ্যমেই তিনি কুরআন আমাদের কাছে অবিকৃত অবস্থায় উপহার দিয়েছেন। কুরআনে যে মূল্যবোধের কথা বলা হয়েছে, সেটাই চূড়ান্ত এবং সমস্ত মানুষের জন্য প্রযোজ্য, শুধু মুসলিমদের জন্য না, সকল ধর্ম ও বর্ণের জন্য। মূল্যবোধের বই হলো এই কুরআন। আমরা যদি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাকে ইনসাফের ধারক হতে হবে। ইনসাফ তখনই সম্ভব, যখন আল্লাহর নির্দেশগুলো আমি অনুসরণ করবো।