
রোজ সকালে কি লকা গরম জলে এক চামচ মধু চাহাই-ই চাই? নাকি কফি না খেলে ঘুমটাই ঠিক ভাঙে না? কিন্তু যদি মৌমাছি আর কফি গাছটাই না থাকে তা হলে এগুলো মিলবে কী ভাবে? ভেবেছেন কখনও! না ভেবে থাকলে এই মুহূর্ত থেকেই ভাবা শুরু করুন। তা না হলে কিন্তু পছন্দের খাবারগুলো চিরকালের মতো হাতছাড়া হয়ে যাবে। খোদ রাষ্ট্রপুঞ্জের পরিবেশ বিষয়ক গবেষকেরা এই সতর্কবার্তা দিয়েছেন। এ জন্য বেশির ভাগটাই দায়ী লাগামছাড়া বিশ্ব উষ্ণায়ন। আছে আরও অন্যান্য কারণ। যার ফলে একটু একটু করে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রাণী আর উদ্ভিদ। জেনে নিন কোন কোন খাবারের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে।