রোনালদোর চেয়ে মেসি আলোক এগিয়ে

ক্রীড়া ডেস্ক : লিওনেল মেসিকে হটিয়ে এবার ব্যালন ডি’অর ঘরে তুলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফলে মেসি ও রোনালদো মধ্যে কে সেরা এই বিতর্কটা আবারও মুখর হয়ে উঠেছে।

চলতি মৌসুমে স্প্যানিশ লা লিগায় শিরোপার দৌড়ে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। ১৫ ম্যাচ শেষে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে লস ব্লাঙ্কোসরা। এক ম্যাচ বেশি খেলে ৩ পয়েণ্ট কমে রিয়ালের ঘাড়ে নিশ্বাস ফেলছে লুইস এনরিকের বার্সেলেনা। লা লিগায় এই দুই ঘোড়ার দৌড়ের সঙ্গে ক্লাবটির দুই তারকা রোনালদো ও মেসির প্রতিযোগিতাও এগিয়ে চলছে সমানতালে। প্রতিটি মৌসুমেই একে অপরকে ছাড়িয়ে যেতে চান।

তবে সম্প্রতি রোনালদোর ব্যালন ডি’অরের পরও সেরার বিচারে মেসিকে এগিয়ে রাখলেন তার ক্লাব সতীর্থ সার্জিও রবার্তো। এস্পানিওলের বিপক্ষে মেসির গোলের পর রবার্তো বলেন, ‘সে (মেসি) ইতিহাসের সেরা একজন ফুটবলার। আপনি তাকে রোনালদোর সঙ্গে তুলনা করতে পারবেন না। অনেকেই জানে ব্যালন ডি’অর ছাড়াও মেসি সবার সেরা। সে অন্যদের (রোনালদো) চেয়ে এক আলোক বর্ষ এগিয়ে।’