
ক্রীড়া ডেস্ক : ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে জাপানের ক্লাব কাশিমা অ্যান্টলার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রিয়াল মাদ্রিদ। এটা তাদের পঞ্চম ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা এবং গেল তিন বছরের মধ্যে দ্বিতীয় শিরোপা।
রোববার জাপানের ইয়োকোহামার নিশান স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে ৪-২ গোলে কাশিমা অ্যান্টলার্সকে হারিয়ে শিরোপা জিতে নেয় রিয়াল। নির্ধারিত সময়ে ম্যাচে ২-২ গোলের সমতা ছিল। অতিরিক্ত সময়ের ৯৭ ও ১০৪ মিনিটে রোনালদো গোল করে দলের জয় নিশ্চিত করেন। এর আগে ৬০ মিনিটের সময় পেনাল্টি থেকে আরো একটি গোল করেন রোনালদো। আর ম্যাচের ৯ মিনিটে করিম বেনজেমার গোলে লিড নিয়েছিল রিয়াল।
কাশিরা অ্যান্টলার্সের গাকু শিবাসাকি ম্যাচের ৪৪ ও ৫২ মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরান। অতিরিক্ত সময়ে রোনালদোর দুই গোলে ভাঙে সেই সমতা।