ক্রীড়া ডেস্ক :মাদ্রিদের গরীব ক্লাব বলে পরিচিত অ্যাটলেটিকো মাদ্রিদ। অন্যদিকে নগরীর অপর ক্লাব রিয়াল মাদ্রিদ বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব। শনিবার লা লিগার ম্যাচে মুখোমুখি হচ্ছে এ দুটি ক্লাব।
ধনী ক্লাব বলে তারকা খেলোয়াড়ের কমতি নেই রিয়াল মাদ্রিদ শিবিরের। সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটিতে রয়েছেন সময়ের সেরা ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল এবং করিম বেনজেমার মতো তারকারা।
তবে নগরীর অপর ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদও শক্তির বিচারে কোনো অংশে কম নয়। লা লিগার দুই সেরা ক্লাব রিয়াল ও বার্সেলোনার সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের সেরাটা প্রমাণ করে চলছে ভিসেন্তে ক্যালদেরনের ক্লাবটি।
আগামী শনিবার মুখোমুখি হবে বলে মাদ্রিদ ডার্বি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। শক্তির বিচারে ও দুই দলের খেলোয়াড়দের সামর্থ্য নিয়ে পশ্ন উঠছে। অ্যাটলেটিকো মাদ্রিদের মিডফিল্ডার গ্যাবি রিয়ালের আক্রমন ভাগের রোনালদো ও বেলেকেই কেবল সেরা মানতে চাইছেন না। দলটির মাঝমাঠের তারকা লুকা মডরিচ তার কাছে রোনালদো-বেলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে জানান।
লা রুয়েদা দে লা ফেলিসিদাদকে দেওয়া সাক্ষাতকারে গ্যাবি বলেন, ‘রিয়াল তাদের শীর্ষ খেলোয়াড়দের সেরাটা পেতে সংগ্রাম করছে। মডরিচের সাহায্যে দলটি তারকা খেলোয়াড়দের সেরাটা উদ্ধার করার চেষ্টা করছে। সে এমন একজন যে দারুণ খেলে দলে সমতা আনতে পারে। আমরা তার দক্ষ আক্রমনগুলো রুখে দিতে চাইবো।’