ক্রীড়া ডেস্ক: তারকা খেলোয়াড়দের ছাড়াই কোপা দেল’রের ম্যাচে সেভিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা।
ইনজুরির কারণে দলে ছিলেন না গ্যারেথ বেল ও সার্জিও রামোস। এ ছাড়া নতুন বছরের শুরুতেই বিশ্রামে ছিলেন রিয়াল শিবিরের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
রোনালদো-বেলের অনুপস্থিতিতে রিয়ালের জয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করেছেন জেমস রদ্রিগেজ। কলম্বিয়ান এ তারকার জোড়া গোলের সঙ্গে রাফায়েল ভারানের এক গোলে কোপা দেল’রের প্রথম লেগে জয় পায় জিনেদিন জিদানের দলটি।
এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ১১ মিনিটেই স্বাগতিক দর্শকদের উচ্ছ্বাসে ভাসান কলম্বিয়ান মিডফিল্ডার রদ্রিগেজ। চেনা কন্ডিশনে ম্যাচের ২৯ মিনিটে ভারানে লিড দ্বিগুণ করেন। আর প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে স্বাগতিক শিবিরকে আরেকটি গোল উপহার দেন রদ্রিগেজ। এবার অবশ্য তার গোলটি আসে পেনাল্টি থেকে।
বিশ্রাম শেষে মাঠে নেমে আক্রমনের ধারা অব্যাহত রাখে রিয়াল। তবে দ্বিতীয়ার্ধে কিছুটা রক্ষণাত্মক খেলার চেষ্টা করে সফরকারী সেভিয়া। ফলে শক্তিশালী রিয়ালের মাঠে কোনো গোল দিতে না পারলেও দ্বিতীয়ার্ধে আর গোল হজম করতে হয়নি তাদের।
ম্যাচের শেষপর্যন্ত আর কোনো গোলের দেখা না মিললে ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি।