ক্রীড়া ডেস্ক : ২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে রোববার রাতে মাঠে নামে ইংল্যান্ড।
প্রতিপক্ষ ছিল স্লোভাকিয়া। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে স্লোভাকিয়ার জাল কাঁপাতে পারেনি ইংল্যান্ডের খেলোয়াড়রা।
কিন্তু ম্যাচের যোগ করা সময়ের শেষ মুহূর্তে (৯০+৫) গোল করে ইংলিশ সমর্থকদের আনন্দে ভাসান অ্যাডাম লালানা। অবশ্য ৫৭ মিনিটেই স্লোভাকিয়ার অধিনায়ক মার্টিন স্কার্টেল লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
কিন্তু ১০ জনের স্লোভাকিয়ার বিপক্ষেও নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি ইংল্যান্ড। এই স্লোভাকিয়ার বিপক্ষেই ২০১৬ ইউরোর বাছাইপর্বে গোলশূন্য ড্র করেছিল ইংল্যান্ড। রোববার রাতেও একই পরিণতির দিকে যাচ্ছিল ম্যাচ। কিন্তু লালানার গোলে শেষ পর্যন্ত মান বাঁচে ইংলিশদের।
বিশ্বকাপ বাছাইপর্বে ইংল্যান্ড রয়েছে এফ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ স্লোভাকিয়া, স্কটল্যান্ড, লিথুনিয়া, স্লোভেনিয়া ও মাল্টা।