
জ্যেষ্ঠ প্রতিবেদকঃ চলতি সংসদের ২৩তম অধিবেশন রোববার শুরু হবে। এদিন বিকেল সাড়ে ৪টায় অধিবেশন শুরু হবে। এটিই হতে পারে দশম জাতীয় সংসদের শেষ অধিবেশন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বৃহস্পতিবার সংবিধানের ৭২ (১) অনুচ্ছেদ অনুযায়ী এ অধিবেশন আহ্বান করেন।
অধিবেশন কতদিন চলবে তা সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে। বরাবরের মতো অধিবেশন শুরুর এক ঘণ্টা আগে এই কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে সংসদের ২২তম অধিবেশন গত ২০ সেপ্টেম্বর শেষ হয়। শুরু হয়েছিল ৯ সেপ্টেম্বর। ওই অধিবেশন ১০ কার্যদিবস চললেও ১৮টি বিল পাসের রেকর্ড করে।
চলমান দশম সংসদের আগের ২১ অধিবেশনের কোনোটিতেই এতগুলো বিল পাস হয়নি। এর মধ্যে রয়েছে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনও।