
রবিউল ইসলাম ও মোঃ আবু ছালেহ মুছা বাবু, টঙ্গী : বিশ্ব মুসলীম জাহানের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে গতকাল শনিবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে। রোববার (১৫ জানুয়ারী) বাদ ফজর বয়ান করবেন বাংলাদেশের মাওলানা রবিউল হক। জোহরের নামাজের আগে যে কোন সময় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরী মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব তাবলীগ জামাতের এই বিশাল মুসলিম মহা সমাবেশ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হবে। আখেরী মোনাজাত পরিচালনা করবেন ভারতের দিল্লীর মওলানা সাদ। মাজখানে ৪দিন বিরতির পর আগামী ২০ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হবে ৩দিন ব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।
প্রথম পর্বের আখেরী মোনাজাতে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সামরিক-বেসামরিক কর্মকর্তা, সরকারি-বেসরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও ইসলামী দেশসমূহের কূটনীতিকবৃন্দসহ ভিআইপি ব্যক্তিগণ মে র পাশে ইজতেমা ময়দানে বিশেষ মে মোনাজাতে অংশ নিবেন বলে জানা গেছে। এছাড়াও প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী মোনাজাতে অংশ নিবেন বলে জানা গেছে। তবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মোনাজাতে অংশ নিবেন কিনা এ ব্যাপারে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন সূত্র থেকে আভাস পাওয়া যায়নি। আখেরী মোনাজাতে অংশ নিতে গতকাল সন্ধ্যা থেকেই দূর-দূরান্ত থেকে মুসল্লিরা ট্রেন, বাস, ট্রাক, ল , নৌকাযোগে ও পায়ে হেঁটে দলে দলে ইজতেমাস্থলে আসতে শুরু করেছেন। মুসল্লীদের আখেরী মোনাজাতে অংশ নিতে ইজতেমা ময়দানে আসার এ স্রোত, মোনাজাতের আগ পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান ইজতেমা আয়োজক কমিটি। গতকাল শনিবার ইজতেমা মাঠে সরেজমিন ঘুরে দেখা যায়, ১৬০ একর এলাকা বিস্তৃত ২ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঁশ ও চটের সামিয়ানার নিচে লাখো লাখো মুসল্লীরা তাদের নির্দিষ্ট খিত্তায় সুশৃঙ্খলভাবে অবস্থান নিয়ে এবাদত বন্দেগী মশগুল রয়েছেন। ইজতেমা ময়দানের সামিয়ানার নিচে ঠাই না পেয়ে লাখো মুসল্লী ইজতেমা ময়দানের চারিদিকে নিজস্ব ব্যবস্থায় তাবু ও প্লাষ্টিকের কাগজের সামিয়ানা টানিয়ে ইজতেমার ইবাদত বন্দেগীতে শরীক হয়েছেন।
আখেরি মোনাজাতের প্রস্তুতি ঃ
ইজতেমা মাঠের বিদেশি নিবাসের পূর্বপাশে বিশেষ মোনাজাত মে ই রোববার (১৫ জানুয়ারী) সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে যে কোন সময় শুরু হবে আখেরি মোনাজাত। এর আগে হবে হেদায়েতি বয়ান। আখেরি মোনাজাত উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম, সিলেট, আখাউড়া, কুমিল্লা ও ময়মনসিংহসহ বিভিন্ন রেল রুটে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আখেরি মোনাজাতের আগে এবং পরে সব ট্রেন টঙ্গী জংশন স্টেশনে যাত্রা বিরতি করবে বলে জানিয়েছেন টঙ্গী রেল স্টেশনের স্টেশন মাস্টার। আখেরি মোনাজাত ও হেদায়তি বয়ান করবেন ভারতের দিলীর জামে মসজিদের ইমাম মাওলানা সাদ।
বয়ান ঃ ইজতেমার ময়দানে বয়ানে বিশ্বের ইসলামী চিন্তাবীদ ও বুজুর্গরা বলেন, দ্বীন ও ইসলামের দাওয়াত আল্লাহ পাকের অসীম রহমতে ও অনুগ্রহে তাবলীগ জামাতের মাধ্যমে সারা দুনিয়ায় দ্বীন ইসলাম পুনরুজ্জীবিত করে নর-নারীর মধ্যে দাওয়াত পৌঁছে দেয়ার কাজে হযরত মোহাম্মদ (সা:) উম্মতের জিম্মাদার হিসাবে ঈমানিয়াত, ইবাদত, মোয়ামেলাত ও আখলাক অনুশীলনে জানমাল আলাহর রাস্তায় ছেড়ে দিয়ে জিন্দেগীতে কিছু সময় দাওয়াত, তালিম, জিকির, নামাজে মশগুল হওয়া প্রয়োজন। বাংলা, আরবি, ফার্সি, উর্দ্দুসহ কয়েকটি ভাষায় তাবলীগ জামাতের মুুরুব্বীদের এসব বয়ান তরজমা করে মুসলীদের মাঝে শোনানো হচ্ছে। গতকাল শনিবার বাদ ফজর বয়ান করেন পাকিস্থান থেকে আগত মাওলানা শমসের আলী, বাদ জোহর বয়ান করেন বাংলাদেশে মাওলানা মোহাম্মদ হোসেইন। বাদ আছর বয়ান করেন ভারতের মুরুব্বী মাওলানা ইফসুফ। বাদ মাগরিব বয়ান করেন দিল্লী থেকে আগত মাওলানা সাদ।
বয়ানের তাৎক্ষণিক অনুবাদ ঃ
বিশ্ব ইজতেমায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের তাবলিগ মারকাজের শুরা সদস্যগণ ও বুজর্গরা বয়ান পেশ করছেন। মূল বয়ান উর্দূতে হলেও বাংলা, ইংরেজী, আরবি, তামিল, মালয়, তুর্কি ও ফরাসি ভাষায় তাৎক্ষণিক অনুবাদ করে মুসলীদের শোনানো হচ্ছে। বিভিন্ন ভাষাভাষি মুসলীরা আলাদা আলাদা বসেন এবং তাদের মধ্যে একজন করে মুরুব্বী মূল বয়ানকে তাৎক্ষণিক অনুবাদ করে শুনান। মূল বক্তা বয়ানের একটি নির্দিষ্ট অংশ শেষ করার পর অনুবাদের জন্য বিরতি দেন। অনুবাদ শেষ হলে তিনি আবার বয়ান শুরু করেন। এভাবেই ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের মুরব্বীদের বয়ান চলছে।
বিদেশী মুসলী ঃ
বিশ্ব ইজতেমা ময়দানে বিশ্বের ৯১ দেশ থেকে প্রায় ৭ হাজার ৮৪৫ জন মুসলী ইজতেমার প্রথম পর্বে ইতিমধ্যে অংশ নিয়েছেন বলে জানান, বিদেশী মেহমানদের অবস্থানের তাবু ‘তাশকিল কামরার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। এর মধ্যে সৌদি আরব থেকে সর্বাধিক মুসলী ইজতেমায় যোগদান করেছেন। বিদেশী মুসলীরা আলাদাভাবে ইজতেমা ময়দানের উত্তর পশ্চিম কর্ণারে স্থাপিত বিশেষ বিদেশী মেহমান খানা ‘তাশকিল’ কামরায় অবস্থান করছেন।
ইজতেমায় বিদেশি মুসুল্লীদের অনুভুতি ঃ
বিশ্ব ইজতেমায় জার্মানী থেকে আগত মুসল্লী মুসলিম আবু মুসাদ ও হোসাইন ক্রাইম পেট্রোল বিডিকে তাদের অনুভুতি জানান, আল্লাহতালা বিশ্ব ইজতেমকে বাংলাদেশে ফেলেছেন। কারন আল্লাহতালা বাংলাদেশের মুসলমানদের উপর রহমত করেন, তারা আরো বলেন, বিশ্ব ইজতেমায় নিরাপত্তা ব্যবস্থা, খাবার ও বাংলাদেশের মুসলমানদের মন অনেক ভালো।
পানি সরবরাহ ঃ
দিনদিন ইজতেমায় দেশী বিদেশী মুসলীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় সরকারী অর্থায়নে ইজতেমা মাঠে পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা কার্যক্রম অন্যান্য বছরের চাইতে এবার আরো বেশি উৎপাদন ক্ষমতা বাড়ানো হয়েছে। এ পর্যন্ত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিশ্ব ইজতেমা মাঠে ১৩টি উৎপাদক গভীর নলকূপের মাধ্যমে দৈনিক ৪০ লাখ গ্যালন পানি সাড়ে ১২কিঃ মিঃ পাইপ লাইনের মাধ্যমে বিভিন্ন অজুখানা, টয়লেট, গোসল খানায় সার্বক্ষণিক পানি সরবরাহ করছে। এছাড়াও গাজীপুর সিটি কর্পোরেশন প্রতিদিন কয়েক লাখ গ্যালন পানি মুসলীদের মাঝে শতাধিক পাইপ লাইনের মাধ্যমে সরবরাহ করছে বলে জানান গাজীপুর সিটি অ লের পানি সরবরাহে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী।
চিকিৎসা সেবা ঃ
ইজতেমায় আগত মুসলিদের অনেকে আকষ্মিক বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ লাইনে দাড়িয়ে ফ্রি চিকিৎসা কেন্দ্রগুলোতে চিকিৎসা নিচ্ছেন। গতকাল ফ্রি চিকিৎসা কেন্দ্র এলাকা ঘুরে দেখা গেছে মুসলীরা দীর্ঘ লাইনে দাড়িয়ে চিকিৎসা সেবা গ্রহণ করছেন। মুসলীদের স্বাস্থ্য সেবা প্রদানের জন্য ময়দানের আশপাশে ও মন্নু নগর এলাকায় র্যাব’র ফ্রি-মেডিক্যাল ক্যাম্প, গাজীপুর সিটি কর্পোরেশন ফ্রি চিকিৎসা ক্যাম্প, গাজীপুর সিভিল সার্জন অফিস, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ মানবাধিকার কমিশন, বাংলাদেশ হোমিও প্যাথিক বোর্ড, আঞ্জুমান মফিদুল ইসলাম, টঙ্গী ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতি, বাংলাদেশ হোমিওপ্যাথিক কলেজ, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ, টঙ্গী সরকারি হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় অর্ধশত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসকরা বিনামূল্যে মুসলীদের চিকিৎসা সেবা ও ঔষধপত্র দিচ্ছেন। অসুস্থ্য মুসলীদের অধিকাংশই অতিরিক্ত শীত ও ঠান্ডা জনিত সর্দি, কাশি, ডায়রীয়া, পেটের পীড়া, আমাশয় ও শ্বাসকষ্টের রোগী। ইজতেমায় মুসলীদের মাঝে অনেককেই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্পগুলোতে আসতে দেখা গেছে। এ ছাড়া রাত ৯টা থেকে সকাল পর্যন্ত টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে শতাধিক মুসলিকে। ইজতেমায় আসা প্রায় ২০ জন মুসল্লী টঙ্গী হাসপাতালে ভর্তি রয়েছেন। জরুরী রোগীদের জন্য মোট ১২টি এ্যাম্বুলেন্স সার্বক্ষণিক চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছে।
বিদ্যুৎ সরবরাহ ঃ
ইজতেমা ময়দানে স্থাপিত ডেসকোর নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, ইজতেমা ময়দানে পিক-আওয়ারে বর্তমানে ৩মেগাওয়ার্ট বিদ্যুতের প্রয়োজন হচ্ছে। ৩টি ফিডার ও ১১টি ট্রান্সফর্মারের মাধ্যমে ইজতেমা ময়দানে নিরবচ্ছিন্নভাবে এই বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। লোডশেডিং এর কোন সম্ভাবনা নেই বলে জানান টঙ্গী ডেসকো অফিস কর্তৃপক্ষ।
যানজট নিয়ন্ত্রণঃ
আগামীকাল রোববার আখেরী মোনাজাতে অংশ নিতে আসা মুসলীদের অতিরিক্ত যানবাহনের চাপ নিয়ন্ত্রণের জন্য দক্ষিণে আন্তর্জাতিক হযরত শাহ্ জালাল বিমানবন্দর, পশ্চিমে উত্তরা-১১ নং সেক্টর, এবং গাজীপুর চৌরাস্তা ও মিরের বাজার পর্যন্ত রাত ৩টা থেকে যানবাহন বিশেষভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে গাজীপুর জেলা পুলিশ সুপার সূত্রে জানা গেছে।
গাজীপুরের ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন জানান, শনিবার রাত ৩টার পর থেকে রোববার আখেরি মোনাজাতের সময় পর্যন্ত ভোগড়া বাইপাস মোড় থেকে কুড়িল বিশ্বরোড, সাভারের বাইপাইল থেকে আব্দুলাহপুর পর্যন্ত অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি ছাড়া সাধারণ যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে মোনাজাতের দিন রোববার সকাল থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড় এলাকা থেকে ইজতেমাস্থল পর্যন্ত মুসলিদের সুবিধার্থে ৪০টি ইজতেমার স্টিকার লাগানো বাস চলাচল করবে বলে জানান তিনি।
পকেটমার ঃ এদিকে বিশ্ব ইজতেমা ও আশপাশ এলাকা থেকে শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত পকেটমার ও ছিনতাইসহ নানা অভিযোগে ১৫০ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে টঙ্গী মডেল থানা পুলিশ ১০০ জনকে, বিভিন্ন জেলা থেকে আসা আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যরা ইজতেমাস্থল ও তার আশপাশের এলাকা থেকে ৫০ জনকে আটক করে।
টঙ্গী মডেল থানার অফিসার্স ইনচার্জ ফিরোজ তালুকদার জানান, শুক্রবার থেকে শনিবার পর্যন্ত ইজতেমা ময়দান ও তার আশপাশ এলাকায় অভিযান চালিয়ে পকেটমার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে ১০০ জনকে আটক করা হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইজতেমাস্থল ও তার আশপাশ এলাকা থেকে আরো ৫০জনসহ মোট ১৫০ জনকে আটক করেছে।
অবৈধ স্থাপনাঃ
এদিকে ইজতেমা উপলক্ষ্যে স্টেশন রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা করা হলেও পুনরায় এসব স্থাপনা বসিয়ে ব্যবসা করে যাচ্ছে স্থানীয় কিছু প্রভাশালী ব্যক্তি। এব্যপারে ইজতেমায় আগত কয়েক মুসল্লীর সাথে কথা বলে জানা যায়, ইজতেমার সময় ফুটপাটের উপর এসব দোকানপাট থাকলে মহসড়কের উপর দিয়ে হাটলে দুর্ঘটানার স্বীকার হতে হয়।
বিশ্ব ইজতেমায় ৭ মুসলীর মৃত্যু ঃ
বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা সুমল্লিদের মধ্যে শুক্রবার সকাল পর্যন্ত ৬ মুসলীর মৃত্যু হয়েছে। সকাল ৯টার দিকে বাবুল মিয়া (৬০) নামে এক মুসলী হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তিনি ফেনীর দাগনভূইয়া উপজেলার মাছিমপুর গ্রামের আ. রশিদের ছিলে।
এর আগে বুধবার দিবাগত রাতে কক্সবাজারের মোঃ হোসেন আলী (৬৫), বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের নান্দাইলের মারুয়া গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে মোঃ ফজলুল হক (৫৬), বিকেলে সাতক্ষীরা জেলা সদরের খেজুরডাঙ্গা এলাকার মৃত আব্দুস সোবাহানের ছেলে আব্দুস সাত্তার (৬০), সন্ধ্যায় টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার নিজবন্নী এলাকার মোঃ জানু ফকির (৭০), রাতে মানিকগঞ্জের সাহেব আলী (৩৫) মারা যান। বি. বাড়িয়ার সদরের মৃত হাসান মিয়ার ছেলে তারা মিয়া (৬৫) মারা যান। তারা সবাই বার্ধক্যজনিত কারণে এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পারভেজ জানান।
উলেখ্য, এবারের দুই পর্বের বিশ্ব ইজতেমা গত ১৩ জানুয়ারী থেকে শুরু হয়েছে। আজ রোববার ১৫ জানুয়ারি প্রথম পর্বের মোনাজাতের মাধ্যমে শেষ হবে ৩ দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মাঝে ৪দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারী শুক্রবার থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। আগামী ২২ জানুয়ারি রবিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে মুসলিম জাহানের মিলনমেলার সমাপ্তি ঘটবে এবারের দুই পর্বের বিশ্ব ইজতেমা।