রোমান্সে মেতেছেন নুসরাত-অঙ্কুশ (ভিডিও)

বিনোদন ডেস্ক : বাহারি আলোর ঝলকানি। কখনো লাল কখনো নীল কিংবা হলুদ আলোর আভা পড়ে চোখে। কয়েক সেকেন্ড স্থায়ীত্বের এই আলোর ঝলকানিতে চোখে পড়ে একটি চেয়ার। আর তাতে বসে আছেন কেউ।

পরের দৃশ্যে দেখা যায় এক নারী হেঁটে যাচ্ছেন ক্যামেরার উল্টো দিকে। আর শরীরে পড়ছে বাহারি রঙের আলো। কিছুক্ষণ পর বোঝা যায় যুবকটি কলকাতার অঙ্কুশ আর যুবতিটি নুসরাত জাহান। এরপর দুজনেই কোমর দোলানো শুরু করেন। আর ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে সোনা শিরোনামের গান।

‘হরিপদ ব্যান্ডওয়ালা’ সিনেমার গান এটি। সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে গানটি। প্রকাশিত গানে, বেশ আবেদনময়ী রূপে ক্যামেরাবন্দি হয়েছেন নুসরাত। পুরো গানজুড়ে রোমান্সে মেতেছেন দুজন।

‘সোনা’ শিরোনামের এ গানের কথা লিখেছেন প্রসেন। এতে কণ্ঠ দিয়েছেন নাকাশ আজিজ ও অন্তরা মিত্র। সিনেমাটি পরিচালনা করছেন পথিকৃত বসু। এতে অঙ্কুশ, নুসরাত ছাড়াও আরো অভিনয় করছেন, খরাজ মুখার্জি, রজতাভ দত্ত, লাবনী সরকারসহ অনেকে।

দেখুন : ‘সোনা’ শিরোনামের গান