রোহিঙ্গাদের উপর অমানববিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে নিষ্ঠুর এবং নির্মমভাবে রোহিঙ্গাদের উপর অমানববিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে কলরব নামে একটি সংগঠন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় শিশু-কিশোর সংগঠনটি এ মানববন্ধনের আয়োজন করে।

এতে বক্তারা বলেন, রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে হত্যা ও ধর্ষণ বন্ধ করতে হবে।

কলরবের পরিচালক রশিদ আহমাদ ফেরদৌসের নেতৃত্বে শিশু-কিশোর শিল্পীরা মানববন্ধনে অংশ নেন। বক্তব্য রাখেন মোহাম্মাদ বদরুজ্জামান, রশীদ আহমেদ ফেরদৌস, ইয়াসিন হায়দার, আমিরুল ইসলাম মামুন প্রমুখ।