রোহিঙ্গাদের ত্রাণসামগ্রী দানের নামে চাঁদাবাজী: টঙ্গীতে ছাত্রলীগ নেতা আটক

এস.এম.মনির হোসেন জীবন : রোহিঙ্গাদের ত্রাণসামগ্রী দানের নামে চাঁদা দাবি করায় গাজীপুরের টঙ্গীতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক পরিচয়ে মো. আমিনুল ইসলাম ফারহানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবর গাজীপুর মহানগর ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক মো. কাজী শাকের ও সহ-সভাপতি মো. সানি খাঁন এ অভিযোগ করেন। এসময় টঙ্গীর মধুমিতা এলাকায় ব্যবসায়ীদের নিকট থেকে রোহিঙ্গাদের ত্রাণসামগ্রী দানের নামে চাঁদা দাবি করার সময় মো. কাজী শাকের ও মো. সানি খাঁনকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃত ফারহান চাঁদপুর জেলার উত্তর মতলব থানার পূর্বলালপুর গ্রামের আলম ব্যপারীর ছেলে।