
বিশেষ প্রতিনিধি : সরকার চাইলে রোহিঙ্গাদের সাহায্য করতে আর্থিক অনুদান দিতে প্রস্তুত এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। তবে যেহেতু এডিবি একটি ব্যাংকিং প্রতিষ্ঠান, সেহেতু অনুদান কী প্রক্রিয়ায় হতে পারে, তা নির্দিষ্ট করে বাংলাদেশ সরকারের সঙ্গে পরে আলোচনা হবে।
সোমবার বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন এডিবির মহাপরিচালক হুন কিম।
এডিবির মহাপরিচালকের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।
সাক্ষাৎ শেষে হোম কিন সাংবাদিকদের আরো বলেন, আগামী পাঁচ বছরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বাংলাদেশকে ১৮ দশমিক ৫ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে এডিবি।