রোহিঙ্গাদের ৭টি নৌকা ও ৩৭ জন রোহিঙ্গাকে ফিরিয়ে দিয়েছে বিজিবি

কক্সবাজার প্রতিনিধি :  অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নাফ নদী থেকে রোহিঙ্গাদের ৭টি নৌকা ও ৩৭ জন রোহিঙ্গাকে ফিরিয়ে দিয়েছে বিজিবি।

 

মঙ্গলবার সকাল ৯টার দিকে কক্সবাজারের নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে তাদের ফিরিয়ে দেওয়া হয়। এ সব নৌকায় ৮০ থেকে ৯০ জন রোহিঙ্গা ছিল। এ  সময় চার দালালকে আটক করা হয় ।

 

টেকনাফ বিজিবি-২-এর অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ বলেন, মঙ্গলবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবশের সময় নাফ নদীর জলসীমানা থেকে রোহিঙ্গাদের ৭টি নৌকা ফিরিয়ে দেওয়া হয়েছে।

 

কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক ইমরান উল্লাহ সরকার বলেন, ঘুমধুম সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে ৩৭ রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়া আটক ৪ দালালকে উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে।