রোহিঙ্গা নিয়ে আজকে মিছল মিটিংয়ের কোনো বিষয় না

ঝালকাঠি প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে বিশ্ব মানবতাবাদী সংগঠনের সঙ্গে কথা বললে রোহিঙ্গাদের জন্য কাজ হবে।

ষড়যন্ত্র পরিহার করে রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্ব দরবারে প্রধানমন্ত্রী যে সব কাজ করছেন তাতে সহযোগিতা করতেও খালেদা জিয়াকে আহ্বান জানান শিল্পমন্ত্রী।

শনিবার দুপুরে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঝালকাঠি সচেতন নাগরিক কমিটির আয়োজনে দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

সনাক সভাপতি অধ্যাপক লাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ঝালকাঠি জেলা প্রশাসক হামিদুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, পুলিশ সুপার জোবায়েদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

বিএনপিসহ রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, রোহিঙ্গা নিয়ে আজকে মিছল মিটিংয়ের কোনো বিষয় না। বরং রোহিঙ্গাদের সাহায্য সযোগিতার বিষয়। সরকারের মাধ্যমে রোহিঙ্গাদের সহযোগিতায় রাজনৈতিক দল ও দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে।