রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

চট্টগ্রাম : মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর বিজয় মেলা পরিষদ ও হেফাজতে ইসলাম নগরীর লালদীঘির পাড় ও আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে পৃথকভাবে এ সমাবেশের আয়োজন করা হয়।

লালদীঘির পাড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রাক্তন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী অবিলম্বে নির্যাতন বন্ধের দাবি জানিয়ে বলেন, মায়ানমারে সামরিক জান্তা যেভাবে রোহিঙ্গা মুসলমানদের নির্যাতন করছে তা খুবই ন্যক্কারজনক।

অন্যদিকে আন্দরকিল্লা মসজিদ প্রাঙ্গণে নামাজের পর প্রতিবাদ সমাবেশ করে হেফাজত ইসলামের নেতা-কর্মীরা।

এ সময় রোহিঙ্গা মুসলমানদের জন্য বাংলাদেশ সরকারের প্রতি কক্সবাজার-টেকনাফ সীমান্ত খুলে দেওয়ার অনুরোধ জানান বক্তারা।

সমাবেশে মাওলানা জুনায়েদ বাবুনগরী, মাওলানা মাঈনুদ্দিন রুহীসহ জেলা ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।