
নিজস্ব প্রতিবেদক : মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ‘রোহিঙ্গা শিশুদের নিয়েও ভাবতে হবে। এজন্য সরকার নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করছে।’
সোমবার সকালে বিশ্ব শিশু দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চুমকি আরো বলেন, ‘মিয়ানমার থেকে যারা এসেছে তাদের একটি বড় অংশ শিশু, যারা খাদ্য, স্বাস্থ্য, পুষ্টিসহ নানা রোগব্যাধিতে আক্রান্ত। তাদের দ্রুত সুস্থ করে তোলার জন্য সরকার সেখানে মেডিক্যাল টিম দিয়ে কাজ শুরু করেছে। এ ছাড়াও, শিশুদের উন্নত জীবনমানের জন্য আরো নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।’
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, ভারত, শ্রীলঙ্কাসহ ১৮টি দেশের শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। প্রতিমন্ত্রী তা উপভোগ করেন।