রোহিঙ্গা স্যালভেশন আর্মির অস্ত্রবিরতির ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের উত্তর রাখাইন রাজ্যে মানবিক সংকট নিরসনে রোহিঙ্গা বিদ্রোহীরা এক মাসের জন্য একতরফা অস্ত্রবিরতি ঘোষণা করেছে।

শনিবার আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক বিবৃতিতে এই অস্ত্রবিরতির ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার থেকে শুরু হচ্ছে এই অস্ত্রবিরতি। একই সঙ্গে মিয়ানমারে সেনাবাহিনীকেও অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে তারা।

এ ছাড়া মানবাধিকার সংস্থাগুলোকে মানবিক সংকট নিরসনে কাজ শুরু করার আহ্বান জানিয়েছে।

এদিকে মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষ থেকে অস্ত্রবিরতির বিষয়ে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গত ২৫ আগস্ট রাখাইনের ৩০টি পুলিশ ও সেনাচৌকিতে আরসা হামলা করে বলে অভিযোগ করে মিয়ানমার সরকার। এরপর সেখানে সেনা অভিযান শুরু হলে ২ লাখ ৯০ হাজার রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তে আশ্রয় নেয়। পালিয়ে আসা রোহিঙ্গারা রাখাইনে সেনাবাহিনীর হত্যা, ধর্ষণ, ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও পরিকল্পিত দমন অভিযানের বিবরণ দেয়। এই গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়, আঞ্চলিক শক্তি ও সরকারের প্রতি সাহায্যের আবেদন জানিয়েছে তারা।