রোহিতকে ফিরিয়ে ক্যাচ মিসের প্রতিদান দিলেন হাসান

সহজ ক্যাচ হাতছাড়া করে রোহিতকে জীবন দিয়েছিলেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। তবে পরমুহূর্তে বোলিংয়ে এসে নিজেই ফেরালেন ভারতীয় অধিনায়ককে।

শক্তিশালী ভারতের বিপক্ষে বাংলাদেশের শুরুটা হয়েছে দুর্দান্ত। প্রথম ১৪ বলের ১০টি বলই ডট দিয়েছেন দুই পেসার তাসকিন ও শরিফুল।

তাসকিনের করা ইনিংসের তৃতীয় ওভারে সুযোগ এসেছিল রোহিতকে সাজঘরে পাঠানোর। লেংথ থেকে ওঠা বলে ব্যাট চালিয়েছিলেন রোহিত শর্মা, বল সরাসরি গিয়েছিল ডিপ স্কয়ার লেগে থাকা হাসান মাহমুদের কাছে। বল হাসানের হাতে লেগে ফসকে গেছে। তবে তার পরের ওভারেই বল হাতে তুলে নিয়ে ভারতীয় অধিনায়ককে তুলে নেন তরুণতুর্কি হাসান। অফ স্টাম্পের বাইরের বলে কাট করতে গিয়েছিলেন রোহিত। তবে ইয়াসির আলির বিশ্বস্ত হাত লুফে নিতে ভুল করেনি। হাসানের হাত ধরে প্রথম ব্রেকথ্রু পেল বাংলাদেশ। রোহিত সাজঘরে ফিরলেন ৮ বলে মাত্র ২ রান করে।

যদিও দ্রুত উইকেট হারালেও ভারতের রানের চাকা সচলই রয়েছে। পাওয়ার প্লের ৬ ওভার শেষে তাদের সংগ্রহ এক উইকেট হারিয়ে ৩৭ রান। এই মুহূর্তে ব্যাট করছেন বিরাট কোহলি এবং কেএল রাহুল।