
আল-আমিন,নীলফামারীঃ দিনাজপুর জেলার চিরিরবন্দরে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২,নীলফামারী।
নীলফামারীর একটি আভিযানিক দল গত ১৭ মে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানাধীন ডাঙ্গারহাট বাজার মেসার্স এফ রহমান ট্রেডার্স দোকানের সামনে পাঁকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৬ বোতল ফেন্সিডিল জব্দসহ মোঃ মহাসিন আলী (৩৫) কে আটক করে।আটককৃত বাড়ি দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার উত্তর ভবানীপুর গ্রামের মোঃ আব্বাস আলীর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানায় একটি মাদক মামলা হয়েছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।