র‍্যাবের অভিযানে সিংগাইর এর আলোচিত ধর্ষণ চেষ্টা মামলার আসামি দেলোয়ার গ্রেফতার

জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি, মানিকগঞ্জঃ মানিকগঞ্জে র‍্যাবের অভিযানে সিংগাইর থানা এলাকার বৈরাগীর টেক গ্রামের গৃহবধূ সোহানা আক্তার(১৮)-কে ধর্ষন চেষ্টার দায়ে সিংগাইর থানায় তার মায়ের দায়েরকৃত মামলায় অভিযুক্ত দেলোয়ার শিকদার(৪০)-কে গ্রেফতার করেছে র‍্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৪ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মোঃ আরিফ হোসেন।
 ইংরেজি ০৩/০৪/২০২২ তারিখ রোজ রবিবার  সিপিসি-৩,র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মোঃ আরিফ হোসেন এর নেতৃত্বে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন শায়েস্তা ইউনিয়নের বৈরাগীর টেক এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে সিংগাইর থানায় দায়েরকৃত ধর্ষন চেষ্টা মামলার আসামি দেলোয়ার শিকদার(৪০)-কে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত অভিযান পরিচালনা কালে জানা যায়, আসামি দেলোয়ার শিকদার(৪০) মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার বৈরাগীর টেক গ্রামের মৃত মেরেজ শিকদার এর ছেলে।
মামলার এজাহার সুত্রে জানা যায়, আসামি দেলোয়ার এর প্রতিবেশী গৃহবধূ সোহানা আক্তার(১৮) এর উপর তার কু-দৃষ্টি পড়ে। সে উক্ত ভিকটিম এর সাথে খারাপ কাজ করার জন্য সুযোগ খুঁজতে থাকে। এক পর্যায়ে ইং ১০/০৩/২০২২ তারিখ ভিকটিমকে তার স্বামীর বাড়িতে একা পেয়ে আসামি দেলোয়ার পিছন দিক থেকে জাপটে ধরে বাড়ির উঠানেই ধর্ষণের চেষ্টা করে। এ সময় ভিকটিম ধস্তাধস্তি করে আসামির হাত থেকে নিজেকে রক্ষা করে বসত ঘরের মধ্যে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয় এবং চিৎকার করতে থাকে। ভিকটিমের চিৎকারে প্রতিবেশীরা হাজির হলে আসামি দেলোয়ার পালিয়ে যায়। এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে সিংগাইর থানায় আসামি দেলোয়ার এর বিরুদ্ধে একটি ধর্ষন চেষ্টার মামলা করে। এরপর থেকে আসামি দেলোয়ার আত্মগোপন করে।
র‍্যাব-৪ এর সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লেঃ মোঃ আরিফ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামি একজন দুশ্চরিত্রের ব্যক্তি হওয়ায় তার বিরুদ্ধে উক্ত এলাকায় একাধিক অনৈতিক কাজের অভিযোগ আছে। কিন্তু প্রতিবার সে নিজেকে কথিত রাজনৈতিক নেতা পরিচয় দিয়ে তার অপকর্ম ধামাচাপা দিয়ে আসছিল। এই ঘটনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে পুলিশের পাশাপাশি সিপিসি-৩, র‌্যাব-৪ এর একটি চৌকস গোয়েন্দা দল উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে আসামি দেলোয়ার কে ইংরেজি ০৩/০৪/২০২২ তারিখ সন্ধ্যা ০৭:০০ ঘটিকার সময় তার নিজ বাড়ী হতে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আসামিকে সিংগাইর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। ধর্ষণের মতো ঘৃণ্যতম অপরাধ নির্মূলের জন্য র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নারী ও শিশুদের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অদূর ভবিষ্যতে এইরুপ অপরাধীদের বিরুদ্ধে র‌্যাব-৪ এর অভিযান অব্যাহত থাকবে।