র‌্যাবের অসাধারণ কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, র‌্যাবের অসাধারণ কার্যক্রমে একের পর এক জলদস্যু আত্মসমর্পণ করছে। র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় দেশ থেকে আমার জঙ্গি নির্মূল করতে সক্ষম হয়েছি।

সোমবার দুপুরে র‌্যাব-৮-এর বরিশাল কার্যালয়ে জলদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার আত্মসমর্পণকারীদের সব ধরনের সহযোগিতা করছে। তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। মানুষ হত্যা করেনি এমন জলদস্যুর জন্য সরকার আইনী সহায়তা দিচ্ছে।

তিনি বলেন, জলদস্যু ও বনদস্যুদের সহযোগিতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের চিহ্নিত করার কাজ ‍শুরু হয়েছে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিয়ে জলদস্যু খোকাবাবু বাহিনীর ১২ সদস্য আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকালে জলদস্যুরা ছয়টি বন্দুক, চারটি দোনালা বন্দুক, একটি এয়ার রাইফেল, ছয়টি শাটারগান, দুটি এয়ারগানসহ মোট ২২টি আগ্নেয়াস্ত্র এবং এক হাজার গুলি জমা দিয়েছে।

আত্মসমর্পণকারীরা হলেন কবিরুল ইসলাম ওরফে খোকাবাবু (৩৩), আমিনুল ইসলাম (৩২),শাহজাহান গাজী (৩০), আবদুল আজিজ (৪৪), মিজানুর রহমান (৩৬), রবিউল (২৫), ওসমান গনি (৩৩), রফিকুল গাজী (৩৩), ইয়াছিন আলী গাজী (২৫), মো. মহিদুল ইসলাম (৩৩), মজিবর রহমান (৩৮) ও কালাম (৩৫)। এদের বাড়ি সাতক্ষীরা জেলার শরা, কালিঞ্চি, পাইস্যাখালি, শ্রীরামপুর ও তুজলপর গ্রামে।

অনুষ্ঠানে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, ‘জলদস্যু ও বনদস্যুরা আত্মসমর্পণ না করলে তাদের পরিনাম হবে জীবনহানী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশাল-২ আসনের সংসদ সদস্য তালুকদার মোহাম্মাদ ইউনুস ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ।

র‌্যাব-৮-এর অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখারুল মাবুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোস্টগার্ডে ক্যাপটেন মো. আলী চৌধুরী, বরিশালের ডিআইজি শেখ মারুফ হাসান, জেলা পরিষদের প্রশাসক খান আলতাফ হোসেন ভুলু প্রমুখ।