লংকাবাংলা ফিন্যান্স লিমিটেডের পরিচালনা সভা আজ বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে

অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি লংকাবাংলা ফিন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ সোমবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা থেকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা।

সূত্র জানায়, কোম্পানিটি ২০১৫ সালে ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস।

উল্লেখ্য, কোম্পানিটি ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।