বিনোদন ডেস্ক : লং শটে দেখা যায়- হেঁটে আসছেন একটি যুবক। পরের দৃশ্য মিড লং শটে হাস্যজ্জ্বল শুভশ্রীকে দেখা যায়। এর পরের দৃশ্যে দেখা যায়- সাগরের নীল জল পেছনে ফেলে হেঁটে আসতে থাকা যুবকটি কলকাতার চিত্রনায়ক ওম। ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘আমি রাজি’ শিরোনামের গানটি।
বলছি, ‘প্রেম কি বুঝিনি’ শিরোনামের গানের কথা। গতকাল বৃহস্পতিবার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে এই গানটি। পুরো গানজুড়ে রোমান্স করতে দেখা যায় ওম-শুভশ্রীকে।
রোমান্টিক ঘরানার এই গানের কথা লিখেছেন প্রসেন। স্যাভির সুরে এই গানে কণ্ঠ দিয়েছেন আশুতোষ গাঙ্গুলি ও মধুবন্তি।
জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনায় রোমান্টিক ও কমেডি ধাঁচের ‘প্রেম কি বুঝিনি’ সিনেমাটি পরিচালনা করেছেন সুদীপ্ত সরকার। সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছে কলকাতার দুই অভিনয়শিল্পী ওম ও শুভশ্রী।
এছাড়াও অন্যান্য চরিত্র রূপায়ন করেছেন- ফেরদৌস, অমিত হাসান, আশিষ বিদ্যার্থী সহ আরো অনেকে। সিনেমাটির একটি বিশেষ চরিত্রে দেখা যাবে জান্নাতুল ফেরদৌস পিয়াকে।
দেখুন : ‘আমি রাজি’ গানটি