লকডাউনের সময় অনুশীলনে ২২ বছর বয়সী ফুটবলারের মৃত্যু

খেলা ডেস্কঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে বিশ্বজুড়ে স্থগিত হয়ে গেছে সব ধরনের ফুটবল আসর। মাঠে খেলা না থাকলেও লকডাউনের সময় নিজেকে ফিট রাখতে সোমবার (২০ এপ্রিল) একা একাই অনুশীলন করছিলেন রাশিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব লোকোমোটিভ মস্কোর ফুটবলার ইনোকেন্তি সামোখভালভ। কিন্তু সেই অনুশীলনই কাল হলো ২২ বছর বয়সী ডিফেন্ডারের জন্য।

অনুশীলনের সময় হঠাৎ অসু্স্থ হয়ে পড়েন সামোখভালভ। সন্দেহ করা হচ্ছিল, হৃদযন্ত্রের সমস্যায় পড়েন তিনি। কিন্তু শেষ পযর্ন্ত আর সুস্থ হতে পারেননি রাশিয়ান ডিফেন্ডার। না ফেরার দেশে পাড়ি দেন সামোখভালভ।

লোকোমোটিভ মস্কো এক বিবৃতিতে জানায়, ’২০ এপ্রিল, ডিফেন্ডার ইনোকেন্তি সামোখভালভ মারা গেছেন। পৃথক অনুশীলনের সময় অসুস্থ হয়ে পড়েন এ ফুটবলার। এ বিয়োগান্তক মৃত্যুর বিস্তারিত কারণ জানানো হচ্ছে।’

২০১৫ সালে লোকোমোটিভে যোগ দেন সামোখভালভ। তবে ক্লাবটির মূল জার্সিতে রাশিয়ান প্রিমিয়ার লিগে কোনো ম্যাচ খেলেননি তিনি। লোকোমোটিভের সংরক্ষিত দল কাজাঙ্কার হয়ে ২২ বছর বয়সী এ ডিফেন্ডার রাশিয়ার তৃতীয় স্তরের ফুটবল আসরে খেলতেন।

লোকোমোটিভ মস্কোর হয়ে সামোখভালভ রাশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন।