লক্ষণ দেখে বুঝে নিন সন্তান মিথ্যা বলছে কিনা

যে কারণেই হোক না কেন আমরা সবাই কখনো না কখনো মিথ্যে কথা বলি। সন্তানরা অনেক সময় বুঝে বা না বুঝে মিথ্যা কথা বলে ফেলে। কিন্তু সেই মিথ্যা কথা বলা যদি অভ্যাসে পরিণত হয়ে যায় তাহলে সেটা আসলেই জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। তাই সন্তানরা যদি মিথ্যে বলে তাহলে প্রথমেই রিঅ্যাক্ট না করে তা বুঝার চেষ্টা করুন।

সম্প্রতি এক গবেষণায় বলা হয়েছে, সন্তানের কয়েকটি লক্ষণ দেখলেই মা-বাবা বুঝতে পারবেন যে সন্তান মিথ্যা বলছে কিনা।

দৃষ্টি সংযোগ না করা: যখনই শিশু মিথ্যা বলবে সে চোখে চোখ রেখে কথা বলতে সাহস পাবে না। আপনি চোখ দেখলেই বুঝতে পারবেন আপনার সন্তান মিথ্যা নাকি সত্য বলছে।

তোতলানো: আপনার সন্তান যখনই মিথ্যা বলবে সে স্বাভাবিকভাবে কথা বলবে না, বরং তোতলাবে। কারণ মিথ্যা বলার সময় সে আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারবে না।

বারবার বলা: শিশুরা যা বলছে তা পুনরায় বলবে- অর্থাৎ যদি মিথ্যা বলে তাহলে একই কথা বারবার বলার চেষ্টা করবে। এই দেখে আপনি ধারণা নিতে পারেন।

অস্থিরতাত: শিশু মিথ্যা বললে তার মধ্যে অস্থির ভাব ফুটে উঠবে। এটি অন্যতম একটি উদাহরণ মিথ্য বলার।

গলার স্বর: মিথ্যা বললে স্বাভাবিক গলার স্বর পরিবর্তন হয়ে যাবে। অন্যান্য সময় সে যেভাবে কথা বলে ওই সময় সেভাবে বলবে না।

অনবরত কথা বলা: আপনার সন্তান যদি এমনিতে খুব বেশি কথা না বলে আর নির্দিষ্ট সময় বেশি কথা বলে, তাহলে বুঝতে হবে সে মিথ্যা বলছে।

আত্মরক্ষামূলক: শিশু যদি মিথ্যা বলে তাহলে আত্মরক্ষামূলক বিভিন্ন কথা বলার চেষ্টা করবে। নিজেকে সত্য প্রমাণ করার চেষ্টা করবে।