লক্ষ্মীপুরে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে দিনব্যাপী আইসিটি ক্যারিয়ার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তিভিত্তিক শিল্পের প্রসারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও রপ্তানি বহুমুখিকরণের লক্ষ্যে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার দুপুরে দেশব্যাপী লিভারেজিং আইসিটি প্রকল্পের আওতায় স্থানীয় পাবলিক লাইব্রেরি হলরুমে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ইন্টারস্পিড অ্যাকটিভেশন নামক প্রতিষ্ঠান আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সোলায়মান, অতিরিক্ত জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান, এল আই সি টির যুগ্ম সম্পাদক সুরিয়া নারায়ণ মাহিন্দ্রা ও সরকার আবুল কালাম আজাদ প্রমূখ।

অনুষ্ঠানে আয়োজকরা বলেন, প্রকল্পের মূল লক্ষ্য সরকারের ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করা। তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে এ খাতের দেশীয় শিল্পের প্রসার ও আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্য অবস্থান তৈরী করা। এ সময় প্রায় তিন শতাধিক কলেজ শিক্ষার্থী রেজিস্ট্রেশনের মাধ্যমে ক্যারিয়ার ক্যাম্পে অংশ গ্রহণ করে।