লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে দম ফেলার ফুসরত নেই কামার সম্প্রদায়ের লোকজনের। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কাজ।
কোরবানির ঈদের বাকি আর মাত্র চারদিন। দা-বটি, ছুরি, চাপাতি, ধামা ইত্যাদি গৃহস্থালী সামগ্রী নতুন করে শাণ দেওয়ার কাজ চলছে পুরোদমে।
কামারের দোকানে এখন দীর্ঘ লাইন। পশু কোরবানি যারা করবেন তারা এখন ছুরি-চাপাতি নিয়ে ছুটছেন কামার পাড়ায়। অনেকে আবার আগে-ভাগে ছুরি-চাপাতি বানিয়ে দোকানে পসরা সাজিয়ে বসেছেন। বিক্রিও হচ্ছে দেদারছে।
লক্ষ্মীপুরের বিভিন্ন কামারপাড়া ঘুরে দেখা গেছে, কেউ আগুনে লোহা দিয়ে নরম করে তা পেটাচ্ছেন। কেউবা শাণ দিচ্ছেন। কেউ শাণ দেওয়ার পর লবণ-পানি লাগাচ্ছেন। কাজে ব্যস্ত সবাই।
দীর্ঘদিন কামার পেশায় নিয়োজিত প্রদীপ, লক্ষণ, সুশীল বাবুসহ অনেকে জানান, সারাবছর তেমন একটা কাজ হয় না। কোরবানির ঈদ আসলে তাদের দুপয়সা আয় রোজগারের ব্যবস্থা হয়।
তারা বলেন, কামার পেশায় এখন আর আগেরমত জৌলুস নেই। বছরের অনেকটা সময় তাদেরকে শুয়ে-বসেই সময় কাটাতে হয়। মৌসুমে (কোরবানির সময়) একটু ভালো কাজ পাওয়া যায়। কামারদের সবার লক্ষ্য ঠিকমত মাল ডেলিভারি দেওয়া।
সব মিলিয়ে কামার পাড়ায় কাজের ব্যস্ততায় এখন চলছে উৎসবের আমেজ।