লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের শিশু মো. মামুন হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার বিকেল সাড়ে ৩টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. এ কে এম আবুল কাশেম রায় ঘোষণা করেন। রায়ে তিনি একজনকে খালাস দিয়েছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- আবুল বাশার, সাইফুর রহমান ও হামিদা বেগম। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
২০০৯ সালের ২৮ জুন লক্ষ্মীপুর সরকারি শিশু পরিবার থেকে শিশু মো. মামুন (৭) নিখোঁজ হয়। নিখোঁজের তিন দিন পর ২ জুলাই শিশু পরিবার সংলগ্ন সাহাপুরের একটি পুকুর পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় লক্ষ্মীপুর সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মো. আব্দুল আজিজ মাহবুব বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলায় ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা লক্ষ্মীপুর শিশু পরিবারের আয়া হামিদা বেগম, কম্পিউটার অপারেটর যশোরের বাসিন্দা খায়রুল বাশার, বরিশালের বাকেরগঞ্জের শিক্ষক সাইফুর রহমান ও ভোলার বাসিন্দা দারোয়ান বাবুল হোসেনকে আসামি করা হয়।
নিহত শিশু মামুন চাঁদপুর জেলার মধ্য ইছুলী গ্রামের নতুন বাজার এলাকার বাসিন্দা আক্তার মিয়ার ছেলে।