লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী তাবলীগ জামাতের জেলা ইজতেমা।
সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতার গোপটা নামক স্থানে প্রায় ২৭ একর জমির ওপর ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
ইজতেমা মাঠে জেলার মানুষের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসতে শুরু করেছেন হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি। আল্লাহর সস্তুষ্টি অর্জন ও পরকালের মুক্তি কামনায় এ ইজতেমায় লাখো মানুষের সমাগম ঘটবে বলে ধারণা করছেন আয়োজকরা।
ইজতেমায় আসা মানুষের নিরাপত্তা দিতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ.স.ম মাহতাব উদ্দিন।
অন্যদিকে স্বাস্থ্য সেবায় মেডিক্যাল টিম গঠনসহ সার্বিক ব্যবস্থায় স্বাস্থ্য বিভাগ, স্থানীয় এলাকাবাসী ও জেলা প্রশাসন তৎপর রয়েছে বলে জানালেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী।


