
লক্ষ্মীপুর সংবাদদাতা: লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ১৬ মাসে প্রাক বহির্গমন প্রশিক্ষণ নিয়েছে প্রায় সাড়ে ২২ হাজারেরও অধিক কর্মী।
তিন দিনের এ প্রশিক্ষণ গ্রহণ করে বিশ্বের বিভিন্ন দেশে চাকরি করছেন তারা। জানতে পারছেন বিদেশে প্রয়োজনীয় বহু তথ্য। ইতিমধ্যে শুরু হয়েছে ১২৮ তম ব্যাচের প্রশিক্ষণ।
কেন্দ্র সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি থেকে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রাণালয়ের অধীনে সদর উপজেলার মাছিমনগর এলাকায় প্রাক বহির্গমন প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
গত ১৬ মাসে কেন্দ্রটি থেকে প্রশিক্ষণ নিয়ে বিশ্বের প্রায় ১৭টি দেশে অবস্থান করছে জেলার ২২ হাজার লোক। এদের মধ্যে রয়েছেন সৌদি আরবে ১১ হাজার ৯১১ জন, কাতারে ২ হাজার ৪৬৫ জন, কুয়েতে ১ হাজার ৩১২ জন, ওমানে ৩ হাজার ৪৪৯ জন, বাহারাইনে ১২২ জন, ইউ এই ১৩ জন, লেবাননে ৪৫ জন, সিঙ্গাপুরে ৬৭ জন, মালদ্বীপে ১৪৪ জন, মালয়েশিয়ায় ২ হাজার ৮৩২ জন, ইরাকে ১০৩ জন, জর্ডানে ৪ জন, ব্রুনাইয়ে ১৩২ জন, সুদানে ২ জন, মরিসাসে ১৬ জন এবং মালি ও আয়ারল্যান্ডে ১ জন।
আরো জানা যায়, তিন দিনের প্রাক বহির্গমন প্রশিক্ষণের জন্য ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি, পাসপোর্টের যে অংশে পিতা-মাতার নাম রয়েছে সেই অংশ, ভিসার স্পষ্ট কপির ও ফিঙ্গার প্রিন্টের ফটোকপি জমা দিতে হয়। ১৪ জন শিক্ষক ও একজন অতিথি শিক্ষকের মাধ্যমে সপ্তাহে ৩ দিন করে দুই ব্যাচে প্রশিক্ষণ দেওয়া হয়। বর্তমানে ১২৮ তম ব্যাচে প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষনের জন্য ২০০ টাকা ফি নেওয়া হয়। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
রাকিব ও বিপ্লব নামের দুইজন প্রশিক্ষণার্থী জানান, বিদেশে কাজের পরিবেশ ও কোন সমস্যা হলে কোথায় যেতে হবে, কীভাবে টাকা পাঠাতে হবে সে বিষয়ে তিনি জানতে ও ভাষাগত দক্ষতা অর্জন করতে পেরেছেন। কোন কাজের প্রশিক্ষণ কোন জায়গা থেকে নিতে হবে এবং প্রশিক্ষণকৃত নির্দিষ্ট কাজের উপর বিদেশ গিয়ে কি ধরণের সুযোগ সুবিধা রয়েছে, এসব বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি জানতে পেরেছেন এই প্রশিক্ষণের মাধ্যমে। স্বল্প খরচে অনেক অজানা তথ্য জানতে পেরে খুশি তারা।
লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান বলেন, ‘প্রশিক্ষিত কর্মী বিদেশে বর্ধিত হারে বেতন যেমন পায়, তেমনি দেশের ভাবমর্যাদা বৃদ্ধিতেও সহায়ক হিসেবে কাজ করে। এ প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন দেশ সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হচ্ছে। ফলে বিদেশে সহজেই কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে।’