ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে : সহজ কোনো ম্যাচ হাতছাড়া করেনি বাংলাদেশ।
সাড়ে ১৪ মাস পর সাদা পোশাকে খেলতে নেমে টেস্ট ক্রিকেটের জনক ইংল্যাডকে কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশ।
চট্টগ্রাম টেস্টের শুরু থেকেই বাংলাদেশের লক্ষ্য ছিল ধারাবাহিক ক্রিকেট খেলা। এ লক্ষ্য পূরণ হওয়ায় অধিনায়ক মুশফিক সন্তুষ্ট।
সোমবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম বলেন, ‘হারের মধ্যেও অনেক সময় অন্যরকম একটা অনুভূতি কাজ করে। জিততে না পেরে খারাপ লাগছে। জিতলেই যে আমরা টেস্টে আহামরী দল হয়ে যেতাম তাও না। আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে পেরেছি। ধারাবাহিক ভালো ক্রিকেট খেলতে পেরেছি। একটা সেশন ভালো আরেকটা খারাপ, একটা একদমই ভালো আরেকটা খুব খারাপ- এটা হয়নি। আমরা দিন দিন উন্নতি করি। চারটি দিন আমরা ওদের সঙ্গে লড়াইয়ে এগিয়ে ছিলাম। এটা প্রমাণ করে যে আমাদের খেলোয়াড়রা অনেক পরিণত। ১৫ মাস পর টেস্ট খেলতে নেমে আমাদের জন্য জয়-পরাজয়ের চেয়েও ধারাবাহিকতা ধরে রাখা বেশি গুরুত্বপূর্ণ।’
মুশফিক আরো বলেন, ‘আমরা পুরো টেস্টে ৯২ থেকে ৯৫ শতাংশ ভালো ক্রিকেট খেলেছি। উন্নতির কিছু জায়গা আছে যেখানে আমরা আরো ভালো করলে ফল আমাদের পক্ষে আসতে পারত। অনেক কিছুই শেখার আছে এই টেস্টে। সাব্বির খুব ভালো ব্যাট করেছে, মিরাজ প্রথম ইনিংসে খুব ভালো বল করেছে। সাকিব খুবই ভালো বোলিং করেছে। তামিম কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে খুব ভালো ব্যাটিং করেছে, যেটা কি না তার ব্যাটিংয়ের স্বাভাবিক চিত্র না। সব মিলিয়ে আমি বলব, বাংলাদেশের জন্য খুব ভালো টেস্ট হয়েছে।’