লগি-বৈঠার তাণ্ডবের ১৮ বছর: বিচার দাবিতে বেনাপোলে জামায়াতের বিক্ষোভ

বেনাপোল সংবাদাতা: ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে তৎকালীন বিরোধীদল আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবে জামায়াতের নেতাকর্মী খুনের বিচার দাবিতে যশোরের স্থল বন্দর বেনাপোল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জামায়াত ইসলামীর নেতাকর্মীরা।

২৮ অক্টোবর মঙ্গলবার বিকালে বেনাপোল বড় জামে মসজিদ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে বেনাপোল (সানরুপ)রহমান চেম্বার এর সামনে এক সমাবেশ করেন নেতাকর্মীরা।

বাংলাদেশ জায়াতে ইসলামীবেনাপোল পোট থানা কমিটির আমীর রেজাউল হোসেনের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আজিজুর রহমান কেন্দ্রীয় কর্ম পরিষদ
সদস্যও যশোর-৮৫,শার্শা-১,গণমানুষের নেতা এবং মনোনীত এমপি প্রার্থী।

বিশেষ অথিতি হিসাবে ছিলেন মাওঃ হাবিবুর রহমান, জেলা নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, যশোর।

সভায় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার বায়তুল মোকাররম গেইটে লগি-বৈঠা ও অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে জামায়াতে ইসলামীর ছয়জন নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এই নৃশংস ঘটনার বিচার ও খুনীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,–
পৌর আমির রিয়াসাদআলি,সেক্রেটারি নুরুল হক
সমাজ কল্যান সম্পাদক ইচমানগনি,ওলামা বিভাগের সভাপতি, বেনাপোল এর বিশিষ্ট ব্যবসায়ী আল হাজ্ব মতিয়ার রহমান, ও মাওলানা ইয়াকুব আলী প্রমুখ।