ক্রীড়া ডেস্ক : পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে রোববার বিকেলে মুখোমুখি হয়েছে ভারত-নিউজিল্যান্ড। টস হেরে ব্যাট করতে নেমে ২৯ বছরের পুরনো এক লজ্জার রেকর্ড ছুঁয়েছে তারা।
ভারত সফরে এসে ১৯৮৬ সালে একমাত্র দল হিসেবে সবচেয়ে কম রানে ৫ উইকেট হারিয়েছিল জিম্বাবুয়ে। সেবার তারা ৪৭ রানে পাঁচ উইকেট হারিয়েছিল। ২৯ বছর পর ৪৮ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে সেই লজ্জার রেকর্ডে সামিল হল নিউজিল্যান্ডও। এই দুটি দলের বাইরে আর কোনো দল ভারত সফরে এসে এতো কম রানে ৫ উইকেট হারায়নি।
ব্যাট করতে নেমে ১৪ রানের মাথায় ফিরে যান মার্টিন গাপটিল (১২)। ২৯ রানে প্যাভিলিয়নে ফিরেন অধিনায়ক কেন উইলিয়ামসন (৩)। ৩৩ রানের মাথায় রস টেলরও আউট হন (০)। ৪৩ রানে কোরি অ্যান্ডারসন (৩) বিদায় নেন। দলীয় ৪৮ রানের মাথায় ডাক মেরে লুক রঞ্চি আউট হলে পঞ্চম উইকেটের পতন ঘটে নিউজিল্যান্ডের।