লঞ্চ না চালানোর ঘোষণা

গণপরিবহন ও পণ্যপরিবহনের পর এবার অভ্যন্তরীণ নৌপথেও লঞ্চ না চালানোর ঘোষণা দিয়েছেন লঞ্চ মালিকরা।

শনিবার (৬ নভেম্বর) লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ভূঁইয়া সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের দাবি মানা হয়নি। ভাড়া বৃদ্ধি করা হয়নি। তাই যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

এর আগে যাত্রীবাহী লঞ্চের ভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত ১ টাকা ৭০ পয়সার পরিবর্তে ৩ টাকা ৪০ পয়সা ও ১০০ কিলোমিটারের পর ১ টাকা ৪০ পয়সার বদলে ২ টাকা ৮০ পয়সা করার প্রস্তাব করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থা।

এদিকে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে। ভারতসহ সারা বিশ্বে দাম বৃদ্ধি এবং পাচার ঠেকাতেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শনিবার (৬ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ভার্চুয়ালি এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন তিনি।

নসরুল হামিদ বলেন, আমরা জ্বালানি তেলের দাম বিশ্ববাজারের সাথে মিলিয়ে সমন্বয় করেছি। বিশ্ববাজারে দাম কমলে আমরাও আবার দাম কমিয়ে দেব। দাম সমন্বয় না করলে, জ্বালানি তেল পাচার হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। জ্বালানি তেলের দাম যে হারে সমন্বয় করা হয়েছে, তাতে গণপরিবহনে ১০ কিলোমিটারে যাত্রী প্রতি ভাড়া ৯৩ পয়সার বেশি বাড়ার কথা না। ভাড়া বাড়ানোর নামে যাত্রীদের এভাবে জিম্মি করা উচিত হচ্ছে না।

এদিকে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ডিজেলের দাম বাড়ার কারণে পরিবহন মালিকরা ভাড়া বাড়ালেও তা জনগণের জন্য ‘সহনীয়’ পর্যায়ে রাখা হবে। সরকার সেদিকে দৃষ্টি রাখবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

ডিজেলের দাম বাড়ানোর পর পরিবহন মালিকরা ধর্মঘট চালিয়ে যাওয়ার মধ্যেই শনিবার (৬ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ আশ্বাস দেন ওবায়দুল কাদের।