লন্ডনে ট্রাম লাইনচ্যুত হয়ে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : ইংল্যান্ডে ট্রাম লাইনচ্যুত হয়ে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫০ জন। স্থানীয় সময় বুধবার দক্ষিণ লন্ডনে এ দুর্ঘটনা ঘটে।

ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ (বিটিপি) জানিয়েছে, এ ঘটনার পর ট্রামচালককে আটক করা হয়েছে। তবে কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

দক্ষিণ লন্ডনের ক্রয়ডন এলাকায় সকাল ৬টার দিকে ট্রামটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পরপর ট্রামটির ভেতরে আটকে পড়া লোকজনদের উদ্ধার করা হয়। আহত ৫০জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে লন্ডন অ্যাম্বুলেন্স সেবাকেন্দ্র জানিয়েছে, তিনটি হাসপাতালে ৫১জনকে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা হান্নাহ কলিয়ার বলেন, ‘ আমি বিছানায় শুয়ে নির্বাচনের খবর দেখছিলাম। ওই সময় আমি বিকট আওয়াজ শুনতে পাই। তখন মনে করেছিলাম এটি বাতাসের শব্দ। এরপরই আমি লোকজনের চিৎকার ও জরুরি সেবা বিভাগের গাড়ির আওয়াজ পাই।’

প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, ‘এই ভয়াবহ ঘটনা মোকাবেলায় প্রয়োজনীয় সবকিছু করার জন্য জরুরি সেবা বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে তার সরকার সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করছে।’