
আন্তর্জাতিক ডেস্কঃ ইংল্যান্ডের রাজধানী লন্ডনে পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে জড়িয়ে পড়ায় অন্তত একশরও বেশি কট্টরপন্থী স্বেতাঙ্গকে গ্রেফতার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ আমেরিকান জর্জ ফ্লয়েড হত্যার পর বিশ্বব্যাপী বর্ণবাদবিরাধী প্রতিবাদ হচ্ছে। এর ছোঁয়া লেগেছে লন্ডনেও। শনিবারও পূর্বনির্ধারিত ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ ব্যানারে বিক্ষোভ হওয়ার কথা ছিল। এর জবাব দিতে কট্টরপন্থী স্বেতাঙ্গদের একটি গ্রুপ রাস্তায় নামে। যদিও নিরাপত্তাজনিত কারণে বর্ণবাদবিরোধীদের পূর্বনির্ধারিত কমূর্সচি বাতিল করা হয়। ডানপন্থীদের সঙ্গে সংঘর্ষ হতে পারে, এই শঙ্কায় তারা চলতি সপ্তাহে সব কর্মসূচি বাতিল করেছেন।
তারপরও ঘোষণা অনুযায়ী শনিবার রাস্তায় নামে কট্টরপন্থীরা। তাদের দাবি, তারা তাদের ঐতিহ্যবাহী ভাস্কর্য রক্ষা করতে নেমেছেন। পরবর্তীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।
সংঘর্ষ ও গ্রেফতার নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী রবিস জনসন বলেছেন, ‘আমাদের রাস্তায় বর্ণবাদী ও সহিংস লোকজনের কোনো স্থান নেই। পুলিশের ওপর আক্রমণকারীদের বিরুদ্ধে পূর্ণশক্তি নিয়েই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের এই মিছিল ও প্রতিবাদ চলমান আইন ভঙ্গ করে সহিংস রূপ নেয়। যুক্তরাজ্যে বর্ণবাদের কোনো স্থান নেই এবং একে বাস্তবে রূপ দিতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।’
স্কটল্যান্ড ইয়ার্ড জানায় তারা একশর বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে সহিংস বিশৃঙ্খলা, পুলিশের ওপর আক্রমণ, নিষিদ্ধ অস্ত্র বহন, আইন অমান্য, মদ্যপান করাসহ বিভিন্ন অপরাধের জন্য।
কট্টরপন্থীসহ সারা দেশ থেকে বিভিন্ন গ্রুপ লন্ডনে জড়ো হয়। তারা বলছেন, বর্ণবাদবিরোধী কর্মীদের হাত থেকে ভাস্কর্য রক্ষা করতেই তারা লন্ডনে এসেছেন। হোয়াইট হলের সিনোটাফ মেমোরিয়াল ও পার্লামেন্ট স্কয়ারে উইনস্টন চার্চিলের ভাস্কর্যের কাছে তারা জড়ো হন। তাদের ধারণা বর্ণবাদবিরোধীরা চার্চিলের ভাস্কর্য ভেঙে ফেলতে পারেন। কেননা গত সপ্তাহে এর গায়ের ওপর কেউ একজন লিখে রেখেছেন ‘বর্ণবাদী ছিলেন’।
কট্টরপন্থীদের একাধিক গ্রুপ লন্ডন অভিমুখে এগিয়ে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। দাঙ্গা পুলিশ তাদের আটকাতে গেলে সহিংস সংঘর্ষ শুরু হয়। পুলিশ অফিসারদের লক্ষ্য করে ঢিল ছোঁড়া হয়, ঘুষি ও লাথি মারা হয়। এই সংঘর্ষে ছয়জন পুলিশ অফিসার আহত হন।
লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস বলছে, প্রতিবাদস্থলে আহত হওয়ায় তারা দুজন পুলিশসহ তারা মোট ১৫ জনকে চিকিৎসা দিয়েছেন। এদের মধ্যে ছয়জনকে হাসপাতালে নেয়া হয়েছে।
এছাড়া ভিডিওফুটেজে দেখা যায়, এক ব্যক্তি সাবেক পুলিশ কর্মকর্তা পিসি কিথ পালমারের স্মৃতিস্তম্ভের পাশে দাঁড়িয়ে মূত্র বিসর্জন করছেন। পালমার ২০১৭ সালে ওয়েস্টমিনিস্টারে সন্ত্রাসী হামলায় নিহত হন। পালমারের স্মৃতিস্তম্ভ এভাবে অপবিত্র করাকে ‘লজ্জাজনক’ ঘটনা হিসেবে অভিহিত করেন স্বরাষ্ট্র সচিব প্রিতি প্যাটেল।