নিজস্ব প্রতিবেদক : শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, একটি দেশের দূতাবাস হলো সেই দেশের সার্বভৌমত্বের প্রতীক। কোনো দেশের দূতাবাসে হামলা করা মানে সেই দেশে হামলা করা। সম্প্রতি লন্ডনে বাংলাদেশ দূতাবাসে বিএনপি নামধারী একদল দুর্বৃত্ত হামলা চালিয়েছে। তাদের বিচার দাবিতে আমরা রাস্তায় নেমেছি। অবিলম্বে আমরা তাদের শাস্তি দাবি করছি।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে হামলাকারীদের শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ।
বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে তার সাজা কার্যকর করতে সরকারের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে আয়োজক সংগঠনের সভাপতি উত্তম কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক টি এইচ এম জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক সাদেক আহমেদ সৈকত, ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) প্রমুখ বক্তব্য রাখেন।


