লন্ডনে ভবনে আগুন : মৃত বেড়ে ১৭

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম লন্ডনের টাওয়ার ব্লকে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে।

পুলিশ বলছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। এ ছাড়া ভবনের ভেতরে জীবিত কাউকে খুঁজে পাওয়ার সম্ভাবনা আর নেই।

কেসিংটনের উত্তরে গ্রিনফেল টাওয়ারে মঙ্গলবার রাতে আগুন লেগে আবাসিক এই ভবনটি পুরো পুড়ে যায়। জ্বলন্ত ভবনের মর্মান্তিক ও হৃদয়বিদারক দৃশ্য বিশ্ববাসী দেখেছে। শোকে মুষড়ে পড়েছে যুক্তরাজ্য। এ ধরনের অগ্নিকাণ্ড যুক্তরাজ্যে বিরল।

পুলিশ জানিয়েছে, তারা ধরে নিয়েছে ভবনের ভেতরে আর কেউ বেঁচে নেই। তবু তল্লাশির জন্য প্রশিক্ষিত কুকুর পাঠানো হবে। মৃত অবস্থায় কেউ থাকলে তাকে শনাক্ত করবে কুকুর। তবে অনেক লোক নিখোঁজ রয়েছে- যাদের পরিবারের সদস্যরা তাদের সন্ধানে কর্তৃপক্ষের দ্বারস্থ হচ্ছে।

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ আহত ও মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এ ছাড়া বিশ্বনেতারাও এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, বর্তমানে ৩০ জন হাসপাতালে ভর্তি আছেন, তাদের মধ্যে ১৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে ব্যক্তিগতভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেছেন, এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। কেন এত দ্রুত আগুন পুরো ২৪ তলা ভবনে লেগে গেল, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।